বাবর আজমকে টপকে রেকর্ড গড়লেন রাহুল!
বাবর আজমের পাশাপাশি অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন ফিঞ্চ, শন মার্শদেরও টপকে গেছেন কেএল রাহুল। আইপিএলে সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে আজ মাত্র ৪ রান করেই আউট হয়েছেন পাঞ্জাব কিংসের অধিনায়ক কেএল রাহুল।
তবে তাতেই দূর্দান্ত এক মাইলফলক ছুঁয়েছেন ভারতীয় ব্যাটার, যেখানে তিনি পিছনে ফেলেছেন পাকিস্তানের বাবর আজমকে।স্বীকৃত টি-টোয়েন্টিতে আজ ৫ হাজার রানের মাইলফলক ছুঁয়েছেন কেএল রাহুল।
যা করতে ভারতীয় ব্যাটারের লেগেছে ১৪৩ ইনিংস। যেখানে পাকিস্তান অধিনায়ক বাবর আজমের লেগেছিল ১৪৫ ইনিংস। বাবর আজমের পাশাপাশি অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন ফিঞ্চ, শন মার্শদেরও টপকে গেছেন কেএল রাহুল।
তবে দ্রুততম ৫ হাজার টি-টোয়েন্টি রানের অনবদ্য রেকর্ডটির মালিক ওয়েস্ট ইন্ডিজ তারকা ক্রিস গেইল। টি-টোয়েন্টি ক্রিকেটে ৫ হাজার রান করতে ক্যারিবিয়ান ব্যাটসম্যানের লেগেছিল মাত্র ১৩২ ইনিংস।
স্বীকৃত টি-টোয়েন্টিতে দ্রুততম ৫০০০ রান (ইনিংসের সংখ্যায়): ক্রিস গেইল (ওয়েস্ট ইন্ডিজ) – ১৩২ ইনিংস, কেএল রাহুল (ভারত) – ১৪৩ ইনিংস, শন মার্শ (অস্ট্রেলিয়া) – ১৪৪ ইনিংস, বাবর আজম (পাকিস্তান) – ১৪৫ ইনিংস, অ্যারন ফিঞ্চ (অস্ট্রেলিয়া) – ১৫৯ ইনিংস।