আমার টার্গেট আছে ৩৬৫ দেশের ভাষায়…
রমজানে নতুন চমক নিয়ে আসছেন হিরো আলম। এবার আরবি ভাষায় গান গেছেন তিনি। বৃহস্পতিবার (২২ এপ্রিল) নিজের ইউটিউব চ্যানেলে গানের টিজার প্রকাশ করেছেন। দু’তিন দিনের মধ্যে পুরো গানটি মুক্তি দেওয়া হবে বলে জানান হিরো আলম।
তিনি বলেন, রমজান উপলক্ষে আরবি ভাষায় গানটি গেয়েছি। আশা করছি সবার ভালো লাগবে।তিনি বলেন, আমার টার্গেট আছে ৩৬৫ দেশের ভাষায় একটা করে গান গাইবো।
এরিমধ্যে হিন্দি, বাংলা, চীনা ভাষায় গেয়েছি। এবার আরবি ভাষায়ও গাইলাম।হিরো আলম জানান, এই গানটি ছাড়াও রমজানে আরো বেশ কিছু কাজ করছেন। ঈদে তার কয়েকটি নাটক এবং গান আসবে।
এছাড়া হল খোলা থাকলে ঈদ উপলক্ষে নিজের প্রযোজিত দ্বিতীয় ছবি ‘টোকাই’ মুক্তি দেবেন।