লকডাউনের মধ্যে গার্লফ্রেন্ডের সঙ্গে দেখা করতে পু’লিশের কাছে আকুতি
ভা’রতের বিভিন্ন রাজ্যজুড়ে কারফিউ। জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বের হওয়া বারণ। কিন্তু ‘জরুরি প্রয়োজন’ তো আর সবার খাতায় সমান নয়! প্রে’মিকার সঙ্গে দেখা করাটাও তো যে কোনও প্রে’মিকের কাছে জরুরি হতে পারে।
হ্যাঁ, তা হতেই পারে। তবে তা প্রে’মিকযুগলের কাছেই। মুম্বাই পু’লিশের খাতায় নয়। মজার ছলে এমনটাই জানাল মুম্বাই পু’লিশ।মুম্বাইয়ে জরুরি কাজে বের হলে গাড়িতে বিশেষ রঙে চিহ্নিত স্টিকার লাগানোর নির্দেশ দেওয়া হয়েছে। এবার সেই নিয়েই কিছুটা বি’ভ্রান্ত এক টুইটার ব্যবহারকারী। ‘প্রে’মিকার সঙ্গে দেখা করতে হলে কী’ রঙের স্টিকার লাগাব? আমি ওকে খুব মিস করছি,’ টুইট করে মুম্বাই পু’লিশকে ট্যাগ করেন ওই ব্যক্তি।
এরপরেই টুইটের উত্তর দেওয়া হয় মুম্বাই পু’লিশের অফিসিয়াল টুইটার পেজ থেকে। বলা হয়, ‘আম’রা বুঝতে পারছি স্যার যে এটা আপনার কাছে জরুরি। কিন্তু আমাদের জরুরি বা আপদকালীনের মধ্যে তো এটি পড়ে না!’
এরপরেই অবশ্য বেশ রোমান্টিকভাবে বোঝানো হয়। ‘দূরত্বেই তো হৃদয়ে আরও প্রে’মে বাড়ে,’ হালকা কবি কবি ভাব মুম্বাই পু’লিশের টুইটার হ্যান্ডেলের।
শুধু তাই নয়, সবশেষে দুজনের সারাজীবনের জন্য শুভকামনাও জানায় মুম্বাই পু’লিশ। ‘এটা জাস্ট একটা ফেজ,’ অর্থাৎ করো’না যে সাময়িক, সে কথা মনে করিয়ে দেওয়া হয়।মুম্বাই পু’লিশের এই রিপ্লাই বেশ মনে ধরেছে নেটিজেনদের। বৃহস্পতিবার (২২ এপ্রিল) রাত পর্যন্ত ২৫ হাজারের বেশি লাইক পড়েছে টুইটটিতে।সূত্র: হিন্দুস্তান টাইমস