যে কষ্টে ভুগছেন হিনা খান

ভীষণ কষ্ট পেয়েছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী হিনা খান। ২০ এপ্রিল হৃদরোগে আক্রান্ত হয়ে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন তার বাবা। প্রিয়জনকে হারানোর ব্যথা কিছুতেই সইতে পারছেন না এই নায়িকা।

তবে বাবার মৃত্যুর সময় কাছাকছি ছিলেন না হিনা। সেই মুহূর্তে কাশ্মীরে সহ অভিনেতা শাহির শেখের সঙ্গে একটি গানের ভিডিওর শুটিংয়ে ব্যস্ত ছিলেন তিনি।

অবশ্য বাবার মৃত্যুর খবর পাওয়া মাত্রই সব কাজ ফেলে তড়িঘড়ি মুম্বাইয়ে নিজের বাড়ি ফিরেছেন ‘ইয়ে রিশতা ক্যায়া কেহলাতা হ্যায়’ তারকা।

বাবার সঙ্গে হিনার সম্পর্ক যে অত্যন্ত ঘনিষ্ঠ ছিলো তা বোঝা যেতো প্রায়শই এই অভিনেত্রীর করা বিভিন্ন পোস্ট থেকে। মাঝে মধ্যেই বাবার ছবি ও বিভিন্ন ভিডিও পোস্ট করতেন এই অভিনেত্রী।

Related Articles

Back to top button
error: Alert: Content is protected !!