করোনায় বিএনপি নেতার মৃত্যু
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চট্টগ্রামের বাকলিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক আফতাবুর রহমান শাহীন (৫৩) মারা গেছেন।শুক্রবার বেলা ২টার দিকে ঢাকার একটি বিশেষায়িত হাসপাতালে তার মৃত্যু হয়।
চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সহ দফতর সম্পাদক ইদ্রিস আলী বিষয়টি নিশ্চিত করেছেন।আফতাবুর রহমান শাহীনের মৃত্যুতে সাবেক মন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী
সাবেক মন্ত্রী ও ভাইস চেয়ারম্যান মীর মো. নাছির উদ্দীন, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্যসচিব আবুল হাশেম বক্কর
চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার মীর হেলাল শোক প্রকাশ করেছেন।