জিরো ফিগার নয়, সাইফের পছন্দ ‘কা’ম’সূ’ত্র’ মহিলা: কারিনা
সাইফ আলি খানের নাকি ‘কামাসূত্র’র মত মহিলাদের পছন্দ। এমনই মন্তব্যে সকলের চোখ কপালে তুলেছিলেন কারিনা কাপুর। কারিনা এবং তাঁর ক্যানডিড সাক্ষাৎকার কখনই বিফলে যায় না।পাঁচ মিনিট দাঁড়িয়ে বাইট দিলেও সেখান থেকে বেরিয়ে আসে গসিপের বিষয়বস্তু।
বেফাঁস মন্তব্য করার দিক থেকে আজও কারিনার নাম তালিকার প্রথমদিকে।সাইফের ব্যাপারে ‘কামাসূত্র’ কমেন্টটি তিনি করেছিলেন বহুদিন আগে। সে সময় তিনি অ’ন্তঃ’স’ত্ত্বা’। যে কারিনাকে আজও সাইজ জিরোর জন্য সকলে মনে রেখেছে তাঁরই স্বামী সাইফ কিনা পছন্দ করেন ৩৬-২৪-৩৬ ধরণের মহিলাদের। সাল ২০০৮। তশন ছবি নিয়ে উন্মাদনা তুঙ্গে।
ভিন্ন ধরণের ছবি। অ্যাকশন-ড্রামা-কমেডির মেলমেশে তৈরি হয়েছে চিত্রনাট্য। ছবির মুক্তির আগে পর্যন্ত অধিকাংশ সিনেপ্রেমীরাই বেশ উত্তেজিত ছিল।তবে মুক্তির পর বক্স অফিসে মুখ থুবড়ে পরে ছবিটি। চিত্রসমালোচকদের খারাপ রিভিউতে ভরে যায় ছবিটি। দর্শকের বহু আশা থাকলেও শেষরক্ষাটুকু আর হয়নি।
চূড়ান্ত ভাবে ফ্লপ হওয়ার পরও ছবিটি চর্চার মধ্যে ছিল। তার কারণ একটাই। কারিনা কাপুর খানের সাইজ জিরো অবতার। যা আগে কখনই দেখা যায়নি বলিউডে।হলিউড এবং মডেলিংয়ের দুনিয়া ছাড়া সাইজ জিরোর কথা তার আগে বলিউডে কেউই ভাবেনি। কারিনাই ছিলেন এই ট্রেন্ডের একমাত্র মালকিন। যদিও আজ যখন সাইজ জিরোর কথা ওঠে, প্রতিবারই তিনি বলেন, আর কখনও সাইজ জিরোর পথ মাড়াবেন না তিনি। কফি উইথ করণে এসেও বলেছিলেন জীবনের সবথেকে বড় ভুলের মধ্যে সাইজ জিরো একটি।
সাইজ জিরোতে তাঁকে যেমন অনেকে পছন্দ করেছিলেন, অপছন্দের সংখ্যাও নেহাতই কম ছিল না। তার মধ্যে সাইফ একজন। এই ছবির সেটে, কারিনার প্রেমে পড়েন সাইফ। অথচ সাইজ জিরোতে একেবারেই মেনে নিতে পারেননি কারিনাকে।কারিনা প্রেগনেন্ট থাকার সময় এক সাক্ষাৎকারে বলেছিলেন, “আমি যেদিন থেকে প্রেগনেন্ট হয়েছি সেদিন থেকে সাইফ বলে ও নিত্যদিন আমার প্রেমে পড়ছে। প্রেগনেন্সির শেষের দিকে ও বলেছিল, আমি সবসময় মা হওয়া উচিত। এভাবেই ওর আমায় দেখতে ভাল লাগে।”
তিনি এও জানান, “সাইফ আমায় আজও বলে, সাইজ জিরোর আইডিয়া ওর একেবারেই পছন্দ না। তাই আমায় ওই সাইজ জিরো অবতারে খুব একটা ভাল লাগেনি ওর। সাইফের কামাসূত্রইশ মহিলাদের পছন্দ। যারা একটু কার্ভি হবে।” এক কথায় যাকে বলে ৩৬-২৪-৩৬। বাস্ট বেশি, কোমড় কম। যা আজও আদর্শ নারীর শরীরের আকার হিসেবে ধরা হয়।
যে ফিগার পাওয়ার জন্য কিম কার্ডাশিয়ান ডলার ডলার খরচা করেছেন নিজের শরীরের পিছনে।কিমের পাশাপাশি, বলিউডের আয়েশা টাকিয়া, বিপাশা বসু, জিসেল ঠাকরাল, এমনকি নোরা ফাতেহির নামও জুড়েছে এই তালিকায়। কার্ভি মহিলাদের নিয়ে ফ্যান্টাসাইজ করে আজও অসংখ্য পুরুষ। তাদের মধ্যে রয়েছেন নবাব সাইফও।