আইপিএল ইতিহাসে নতুন রেকর্ড গড়লেন মরগান!
চলতি আইপিএলে সময়টা মোটেই ভালো যাচ্ছে না কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক ইয়ন মরগানের। ব্যাট হাতে ব্যর্থতার বৃত্তে আটকা পড়ছেন ইংলিশ ব্যাটার৷ ব্যর্থতার সেই ধারাবাহিকতায়
আজও শূন্য হাতে ফিরেছেন তিনি।মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে রাজস্থান রয়্যালসের বিপক্ষে আজ কোনও বল মোকাবিলার আগেই চরম দূর্ভাগ্যজনক রান আউটের শিকার হয়ে সাজঘরে ফিরেছেন কলকাতার অধিনায়ক।
ইনিংসের ১১তম ওভারে ক্রিস মরিসের করা ফুলটস ডেলিভারিতে সপাটে ড্রাইভ করেছিলেন রাহুল ত্রিপাঠি, যা যেয়ে সরাসরি মরগানের ব্যাটে লেগে মরিসের কাছে চলে যায় এবং কলকাতার দুই ব্যাটারের রান নেওয়া, না নেওয়ার দ্বিধাদ্বন্দ্বের সুযোগে স্ট্যাম্প ভেঙে দেন রাজস্থান অলরাউন্ডার।
আইপিএল ইতিহাসে এ নিয়ে মাত্র তৃতীয় অধিনায়ক হিসেবে ‘ডায়মন্ড’ ডাকের স্বাদ পেয়েছেন ইয়ন মরগান। এর আগে অস্ট্রেলিয়ার কিংবদন্তি লেগ স্পিনার শেন ওয়ার্ন এবং ভারতের গৌতম গম্ভীর একই অভিজ্ঞতার শিকার হয়েছিলেন।
২০০৯ এবং ২০১০ সালে দুই বার ‘ডায়মন্ড’ ডাক মেরেছিলেন রাজস্থানের তৎকালীন অধিনায়ক ওয়ার্ন। আর ২০১৩ সালে কলকাতা অধিনায়ক গৌতম গম্ভীর ব্যর্থতার এই রেকর্ডে নিজের নাম জুড়েছেন।