সড়ক দুর্ঘ’টনা নিয়েও নোবেলের ‘মিথ‌্যাচার’

বিতর্ক আর নোবেল যেন একে অন্যের পরিপূরক সঙ্গী! কিছু থেকে কিছু সামনে আসলেই বিতর্কে জড়িয়ে পড়েন তিনি।সম্প্রতি সবশেষ উক্ত এ সংগীতশিল্পী আলোচনায় আসেন সড়ক দুর্ঘ’টনায় গুরুতর আ’হত কে কেন্দ্র করে।

গত বৃহস্পতিবার (২২ এপ্রিল) সন্ধ্যায় নোবেল জানিয়েছিলেন এক ‘বৃদ্ধ পথচারী’কে বাঁ’চাতে গিয়ে সড়ক দুর্ঘ’টনায় আ’হত হয়েছেন তিনি। তার মা’থার তালুতে ১২টা, বাঁ পাশের ভ্রুতে ১৮টা, মোট পড়েছে ৩০টা সেলাই।

‘সারেগামাপা’ থেকে উঠে আসা আ’লোচিত-সমালোচিত এই গায়ক তখন বলেছিলেন, ‘এক বয়স্ক লোক অসতর্কভাবে রাস্তা পার হচ্ছিল। তাকে বাঁ’চাতে গিয়ে আমা’র এই অবস্থা। তবুও মনে তৃপ্তি অনুভব করছি, কারণ লোকটা নিরাপদ আছে। আর আমি আপনাদের দোয়ায় ভালো আছি আলহাম’দুলিল্লাহ্।নোবেলের এই পোস্ট নজরে আসে ওই দুর্ঘ’টনার প্রত্যক্ষদর্শী সোয়াইব বিন আহসানের। তার দাবি—মিথ‌্যাচার করছেন নোবেল।

টঙ্গির তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার শিক্ষার্থী শোয়াইব গণমাধ্যমকে বলেন, ‘আম’রা গুলশান আজাদ ম’সজিদের পাশে ৩৫ নম্বর রোডে কয়েকজন ক্রিকেট খেলছিলাম। এ সময় দেখি উল্টো দিক থেকে আসা একটি হোন্ডা একটি সাইকেলকে ধাক্কা দেয়, এতে দুজনেই পড়ে যান। আম’রা সবাই মিলে সাইকেল আরোহীকে ল্যাবএইডে পাঠাই,

পরে অবশ্য তিনি অন্য হাসপাতা’লে চলে যান। নোবেল ভাইকেও বলি, আপনি হাসপাতা’লে যান। তার হোন্ডা পাশে পড়া ছিল। আম’রা তাকে একটি রিকশায় তুলে দিই। কিছু দূর যাওয়ার পর রিকশা ঘুরিয়ে চলে আসেন। এরপর হোন্ডা চালিয়ে তিনি চলে যান। তারপর দেখি ফেসবুকে তিনি মিথ্যাচার করছেন। এখানকার সিসি ক্যামেরা চেক করলেও ঘটনার প্রমাণ পাওয়া যাবে।’

প্রত্যক্ষদর্শী সোয়াইব বিন আহসান তার ফেসবুকেও একাধিক পোস্ট করেছেন তা নিয়েও চলছে বিতর্ক। তবে সোয়াইব বিন আহসানের। বক্তব‌্য সত‌্য নয় বলে দাবি করেছেন নোবেল। তার ভাষায়—‘আমি রং সাইড দিয়ে মোটরসাইকেল চালাচ্ছিলাম না। আর সাইকেলওয়ালার সঙ্গে ধাক্কা লাগছে কি না, ওটাও আমি জানি না। ওই লোকটাকে সাইড দিতে গিয়ে আমা’র মোটরসাইকেল ইমব্যালেন্স হয়ে যায়। এরপর আমা’র বাইক কোথায় গিয়ে লাগছে, তা জানি না। কারণ কিছুক্ষণের জন্য আমি ব্ল্যাকআউট হয়ে যাই।’

গত ২৩ এপ্রিল, দুপুরে দুর্ঘ’টনার স্ট‌্যাটাস দেওয়ার পর বিষয়টি নিয়ে নেটিজেনদের অনেকে হাসাহাসি করেন। প্রথমে এটাকে স্টান্টবাজি বলে মন্তব‌্য করেন কেউ কেউ।একজন লিখেছেন, ‘সিরিয়াসলি ব্রো? না এইটাও তোমা’র নতুন কোনো তামাশা? তোমা’রে হাসপাতা’লে না নিয়া ছবি তুলছে কে?’ অনেকে আবার মন্তব‌্য করেন—‘সত‌্যি যদি অন‌্যকে বাঁ’চাতে গিয়ে আ’হত হয়ে থাকেন তবে আপনার সুস্থতা কামনা করছি।’

বহুল চর্চিত নাম মাইনুল আহসান নোবেল। ভা’রতের জি-বাংলার রিয়েলিটি শো ‘সারেগামাপা ২০১৯’ প্রতিযোগিতার মাধ্যমে সংগীতাঙ্গনে পা রাখেন তিনি। এই শোয়ে অন্যের গাওয়া গান কাভা’র করে খুব অল্প সময়ের মধ্যে শ্রোতাপ্রিয়তা লাভ করেন তিনি।

কিন্তু সংগীত ক্যারিয়ারের শুরুতেই বিতর্কে জড়ান নোবেল।প্রথম দিকে ভক্তরা নোবেলের পক্ষে দাঁড়ালেও সময়ের সঙ্গে তারাও সরে যান। নোবেলের কা’ণ্ডজ্ঞানহীম কর্ম এজন্য দায়ী! খুব অল্প সময়ের ক্যারিয়ারে অনেক বিতর্কের জন্ম দিয়েছেন তিনি।

Related Articles

Back to top button
error: Alert: Content is protected !!