উড়তে থাকা কোহলিদের মাটিতে নামালেন জাদেজা
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চতুর্দশ আসরে টানা চার ম্যাচ জিতে রীতিমত উড়ছিল বিরাট কোহলির দল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। তবে পঞ্চম ম্যাচে এসে বড় ধাক্কা খেল দলটি।
আসরের ১৯তম ম্যাচে চেন্নাই সুপার কিংসের কাছে বাজেভাবে হেরেছে দলটি। মুম্বাইয়ে টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৯১ রান জড়ো করে চেন্নাই।
দলের পক্ষে সর্বোচ্চ ৬২ রান করেন রবীন্দ্র জাদেজা। মাত্র ২৮ বলের মোকাবেলায় ৪টি চার ও ৫টি ছক্কা হাঁকিয়ে ৬২ রান করেন। বিধ্বংসী ইনিংস খেলে অপরাজিতও ছিলেন। এছাড়া দলের পক্ষে ৪১ বলে ৫০ রান করেন ফ্যাফ ডু প্লেসিস। রুটুরাজ গাইকোয়াদ ৩৩ ও সুরেশ রায়না ২৪ রান করেন।
ব্যাঙ্গালোরের পক্ষে তিনটি উইকেট শিকার করেন হার্শাল পেটেল। জয়ের লক্ষ্যে খেলতে নেমে আবারও জাদেজার তোপের মুখে পড়ে ব্যঙ্গালোর। দেবদূত পাডিকাল ভালো শুরুর ইঙ্গিত দিলেও দলীয় ৪৪ রানে অধিনায়ক কোহলির বিদায়ের পর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে দল।
দেবদূতের ১৫ বলে ৩৪, গ্লেন ম্যাক্সওয়েলের ১৫ বলে ২২ রানের ইনিংস দুটি ছাড়া ব্যাটসম্যানদের মধ্যে বলার মত স্কোর নেই কারও। শেষদিকে কাইল জেমিসনের ১৩ বলে ১৬ ও মোহাম্মদ সিরাজের ১৩ বলে ১১ রানের ইনিংস পরাজয়ের ব্যবধানই কমিয়েছে শুধু। চেন্নাইয়ের পক্ষে ৪ ওভার বল করে এক মেডেনসহ মাত্র ১৩ রান খরচ করে ৩ উইকেট শিকার করেন জাদেজা,
সরাসরি থ্রোতে করেছেন দুর্দান্ত একটি রান আউটও। ১৬ রানের খরচায় ২ উইকেট শিকার করেন ইমরান তাহির। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে চেন্নাইয়ের সংগ্রহ দাঁড়ায় ১২২ রান। এতে চেন্নাই পায় ৬৯ রানের বিশাল জয়। এই জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছে মহেন্দ্র সিং ধোনির দল।