একদিনে লাশের সারি, অন্যদিকে আইপিএলে টাকার ওড়াউড়ি
দিন যতই যাচ্ছে করোনা ততই বেড়ে চলছে। তবে দুঃখের বিষয় হলেও সত্য যে স্বাস্থ্যবিধি মেনে চলছে না একদল মানুষ। এভাবে চলতে থাকলে করোনা অনেক ভয়াবহ রুপ ধারণ করবে বলে মনে করেন বিশ্লেষকরা।
নতুন খবর হচ্ছে, ভারতে ভয়াবহ রূপ নিয়েছে করোনা সংক্রমণ। মৃত্যু বেড়ে গেছে অনেক। সারা ভারতের বিভিন্ন হাসপাতালে অক্সিজেনের তীব্র সংকট চলছে।
শ্মশানঘাটগুলো লাশে ভরে উঠেছে। এত লাশের শেষকৃত্য করতে হিমশিম খাচ্ছেন কর্মীরা। বহু মানুষকে প্রিয়জনের লাশ নিয়ে লাইন ধরে বসে থাকতে হচ্ছে।
এমন পরিস্থিতের মাঝে ভারতের মাটিতেই চলছে আইপিএল। দেশের বিপদের সময় কীভাবে আইপিএলের মতো টুর্নামেন্ট চালানো হয়; সে বিষয়ে প্রশ্ন তুলেছেন সাবেক অজি সুপারস্টার অ্যাডাম গিলক্রিস্ট।