করোনার বিরুদ্ধে সোনু সুদের নতুন উদ্যোগ
পর্দায় তিনি খলনায়ক হলেও বাস্তবের পৃথিবীতে নায়ক হয়ে উঠেছেন। গত বছর লকডাউনের সময় শ্রমিকদের ঘরে ফেরানোর ব্যবস্থা করে রিয়েল হিরো উপাধি পেয়েছিলেন। তিনি হলেন বলিউড অভিনেতা সোনু সুদ।
এবার করোনার বিরুদ্ধে যুদ্ধ করতে নতুন উদ্যেগ নিয়েছেন সোনু। টুইট করে নতুন উদ্যোগের কথা জানিয়েছেন তিনি নিজেই। করোনা রোগীদের জন্য নতুন চ্যানেল চালু করেছেন সোনু। নাম ‘কোভিড ফোর্স’।
এর মাধ্যমে হাসপাতালের ফাঁকা বেড, অক্সিজেন সরবরাহ ও ওষুধ সংক্রান্ত তথ্য জানা যাবে। এমনটাই জানিয়েছেন সোনু সুদ। টুইটে তিনি সবাইকে একসঙ্গে লড়াই করার আহ্বান জানিয়েছেন।
তিনি লেখেন, ‘এবার পুরো দেশ একসঙ্গে এগিয়ে যাবে। আমার এই টেলিগ্রাম চ্যানেলে যোগ দিন। হাতে হাত মেলাব, দেশকে বাঁচাব।’ সোনুর এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন বলিউডের অনেকেই।
সম্প্রতি করোনা আক্রান্ত হয়েছিলেন সোনু। ২৩ এপ্রিল টুইট করে করোনা নেগেটিভ হওয়ার খবর জানিয়েছেন তিনি নিজেই। এই খবরে স্বস্তি প্রকাশ করেছেন তার অসংখ্য ভক্ত।