করোনায় স্থগিতের পথে আইপিএল!

করোনার দ্বিতীয় ঢেউয়ে একেবারে বিপর্যস্ত ভারত। দেশটিতে প্রতিদিনই বাড়ছে সংক্রমণ, দৈনিক আক্রান্ত হচ্ছে প্রায় সাড়ে তিন লক্ষ করে মানুষ। মৃত্যুর সংখ্যাটাও হু হু করে বাড়ছে। এর মাঝেই চলছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৪তম আসর।

যা নিয়ে অবশ্য তুমুল সমালোচনার মুখে আয়োজকরা। যদিও টুর্নামেন্ট সংশ্লিষ্ট সবাই জৈব সুরক্ষা বলয়ে থাকায় এটি স্থগিত করার কথা ভাবছেন না তারা। কিন্তু পুরুষদের আইপিএল চললেও অনিশ্চয়তায় পরেছে নারীদের আইপিএল। তিন আসর ধরে চলমান উইমেন্স টি-টোয়েন্টি চ্যালেঞ্জ এবার আয়োজন নিয়ে অনিশ্চিত কর্তাব্যক্তিরা। ভারতের সঙ্গে অনেক দেশের বিমান চলাচল পুরোপুরি বন্ধ রয়েছে।

যে কারণে বিদেশি খেলোয়াড়রা এখন ভারতে যেতে পারবেন না।আর এটাই নারীদের আইপিএলকে এবার অনিশ্চয়তায় ফেলে দিয়েছে। ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে এখনও পর্যন্ত নারী আইপিএলের বিষয়ে আনুষ্ঠানিক সিদ্ধান্ত আসেনি। তবে ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকইনফো জানাচ্ছে, আইপিএল আয়োজকরা উইমেন্স টি-টোয়েন্টি চ্যালেঞ্জের ব্যাপারে বেশ কিছু সাংগঠনিক প্রতিবন্ধকতার মুখোমুখি হচ্ছেন।

যার মধ্যে অন্যতম হলো ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, বাংলাদেশ এবং শ্রীলঙ্কার সঙ্গে বিমান চলাচল বন্ধ হওয়া। যে কারণে ভারতে গিয়ে নারী আইপিএলে অংশ নিতে পারবেন না বিশ্বের তারকা ক্রিকেটাররা। নারী আইপিএলের গত আসরে তিন দলে খেলেছেন মোট ১২ জন বিদেশি খেলোয়াড়।

বাংলাদেশ থেকে ছিলেন সালমা খাতুন ও জাহানারা আলম। এছাড়া দেবেন্দ্র ডটিন, সুন লুস, ড্যানিয়েল ওয়েট এবং নাথাকান চান্থামের মতো বিদেশি তারকারাও ছিলেন গত আসরের নারী আইপিএলের। সাধারণত আইপিএলের প্লে-অফ রাউন্ডের সময় হয়ে থাকে নারী টি-টোয়েন্টি চ্যালেঞ্জ।

এবারও যদি সে সময়েই উইমেন্স টি-টোয়েন্টি চ্যালেঞ্জের সূচি হয় তাহলে তা অনুষ্ঠিত হবে মে মাসের শেষ সপ্তাহে। কিন্তু এ লক্ষ্যে জৈব সুরক্ষা বলয়ে প্রবেশ করার জন্য মে মাসের মাঝামাঝি থেকেই সব খেলোয়াড়দের যোগ দিতে হবে দলের সঙ্গে।

নারী আইপিএলের প্রথম আসর থেকে এক মাঠেই হয়ে থাকে সবগুলো ম্যাচ। কিন্তু এবার মূল আইপিএলেও এসেছে পরিবর্তন। প্রতিবারের ন্যায় হোম-এওয়ের বদলে এবার ছয় শহরের ছয়টি মাঠে হচ্ছে আইপিএলের সব খেলা। সেই মোতাবেক এবার দিল্লিতে নারী আইপিএল আয়োজনের কথা ভাবা হয়েছিল। কিন্তু করোনার কারণে দিল্লির অবস্থা হাতের নাগালের বাইরে। তাই শেষ পর্যন্ত নারীদের আইপিএল হবে কিনা তা নিয়ে রয়েই যাচ্ছে প্রশ্ন।

Related Articles

Back to top button
error: Alert: Content is protected !!