নামাজে দাড়িয়ে বৃষ্টির জন্য অঝোরে কাঁদলেন কুষ্টিয়ার মানুষ
গত কয়েক দিন ধরে তীব্র গরমে অস্থির হয়ে উঠেছে রাজধানী ঢাকা এবং দেশের অন্যান্য অঞ্চল। কোথাও কোথাও একপশলা বৃষ্টি হলেও গরমের তীব্রতা কমেনি।
নতুন খবর হচ্ছে, এই অবস্থায় বৃষ্টির জন্য নামাজ (ইস্তিসকা নামাজ) আদায় করছেন বিভিন্ন জেলার মানুষ। তারই ধারাবাহিকতায় বৃষ্টির জন্য নামাজ পড়েছেন কুষ্টিয়ার কুমারখালী উপজেলার যদুবয়রা ইউনিয়নের দক্ষিণ ভবানীপুর গ্রামের মানুষ।
বুধবার (২৮ এপ্রিল) সকাল সোয়া ১০টার দিকে খরেলার বিলে এ নামাজ অনুষ্ঠিত হয়। নামাজে সাড়ে তিন শতাধিক গ্রামবাসী অংশ নেন। নামাজে ইমামতি করেন চৌরঙ্গী বাজার জামে মসজিদের ইমাম মাওলানা মো. জুবায়ের।
গত কয়েক দিন ধরে তীব্র গরমে অস্থির হয়ে উঠেছে রাজধানী ঢাকা এবং দেশের অন্যান্য অঞ্চল। কোথাও কোথাও একপশলা বৃষ্টি হলেও গরমের তীব্রতা কমেনি।
নতুন খবর হচ্ছে, এই অবস্থায় বৃষ্টির জন্য নামাজ (ইস্তিসকা নামাজ) আদায় করছেন বিভিন্ন জেলার মানুষ। তারই ধারাবাহিকতায় বৃষ্টির জন্য নামাজ পড়েছেন কুষ্টিয়ার কুমারখালী উপজেলার যদুবয়রা ইউনিয়নের দক্ষিণ ভবানীপুর গ্রামের মানুষ।
বুধবার (২৮ এপ্রিল) সকাল সোয়া ১০টার দিকে খরেলার বিলে এ নামাজ অনুষ্ঠিত হয়। নামাজে সাড়ে তিন শতাধিক গ্রামবাসী অংশ নেন। নামাজে ইমামতি করেন চৌরঙ্গী বাজার জামে মসজিদের ইমাম মাওলানা মো. জুবায়ের।