ভ্যাকসিন চেয়ে ট্রলের শিকার প্রিয়াঙ্কা
ভারতের করোনা পরিস্থিতি শোচনীয় হওয়ায় মঙ্গলবার (২৭ এপ্রিল) টুইট করে মার্কিন সরকারের কাছে ভ্যাকসিন চেয়েছিলেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। তার এ টুইটকে স্বাগত জানিয়েছেন অনেকে।
কিন্তু এবার ভ্যাকসিন চাওয়ার কারণে ট্রলের শিকার হয়েছেন এ অভিনেত্রী। এমনটাই জানা গেছে ভারতীয় গণমাধ্যম সূত্রে। ট্রলকারীরা বলছেন, দেরিতেই ঘুম ভেঙেছে প্রিয়াঙ্কার। কারণ বাইডেনের সঙ্গে এরই মধ্যে ফোনে কথা বলেছেন নরেন্দ্র মোদি। সঙ্কটে ভারতের পাশে থাকার আশ্বাস দিয়েছেন বাইডেন। ভারতকে টিকা তৈরির কাঁচামাল রপ্তানি অব্যাহত রাখবে আমেরিকা।
প্রিয়াঙ্কার সমলোচনা করে প্রভাকর নামে একজন লিখেছেন, ‘এ টুইট অন্তত দুই সপ্তাহ আগে করা দরকার ছিল।’ সুশান্ত লিখেছেন, ‘সুপ্রভাত প্রিয়াঙ্কা। আপনার চিন্তায় একটু দেরি হয়ে গেল না?’ ডা. রাজেন্দ্রসিং লিখেছেন, ‘আপনি দেরিতে ঘুম থেকে উঠেছেন প্রিয়াঙ্কা।’
টুইটে প্রিয়াঙ্কা লিখেছিলেন, ‘আমার মনে ভেঙে গেছে ভারতকে এভাবে করোনার সঙ্গে লড়তে দেখে এবং মার্কিন যুক্তরাজ্যের যতটা প্রয়োজন ছিল ৫৫০ মিলিয়নেরও বেশি ভ্যাকসিন অর্ডার করেছে @POTUS @WHCOS @SecBlinken @JakeSullivan46 ধন্যবাদ বিশ্বজুড়ে অ্যাস্ট্রোজেনেকা ভাগ করে নেওয়ার জন্য। কিন্তু আমার দেশের পরিস্থিতি খুব জটিল। তোমরা কি আমার দেশের সঙ্গে ভ্যাকসিন ভাগ করে নিতে পারবে? #Vaxlive।’