প্রথমবার সেরা অবস্থানে রিজওয়ান, বাবরের অবনতি!
পাকিস্তান ও জিম্বাবুয়ের মধ্যকার টি-টোয়েন্টি সিরিজ শেষে পরিবর্তন এসেছে ব্যক্তিগত র্যাঙ্কিংয়েও। ২-১ ব্যবধানে পাকিস্তানের সিরিজ জয়ে বড় ভূমিকা রাখা মোহাম্মদ রিজওয়ান প্রথমবারের মতো টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ের সেরা ১০ এ জায়গা করে নিয়েছেন। বছরের শুরু থেকেই ব্যাট হাতে দারুণ ফর্মে আছেন রিজওয়ান। উন্নতি হয়েছে জিম্বাবুয়ের দলীয় র্যাঙ্কিংয়েও।
পাকিস্তানের বিপক্ষে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে একটি ম্যাচে জয় পেয়েছে জিম্বাবুয়ে। এই জয়ে জিম্বাবুয়ের নামের পাশে যোগ হয়েছে ৩টি পয়েন্ট। ফলে ১২তম স্থান থেকে এক ধাপ এগিয়ে ১১তম স্থানে উঠে এসেছে দলটি। ২০২১ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২টি টি-টোয়েন্টি সিরিজে ৭টি ম্যাচ ও জিম্বাবুয়ের বিপক্ষে ৪টি- মোট ১০টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন তিনি।
১০ ম্যাচেই ১টি সেঞ্চুরি ও ৫টি হাফ সেঞ্চুরি এসেছে তার ব্যাট থেকে। করেছেন মোট ৫৩০ রান। ব্যাটিং গড়টাও আকাশছোঁয়া, ১০৬! তিনটি সিরিজ খেলে ২টিতেই তিনি সিরিজের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন। ব্যাট হাতে এই দুর্দান্ত পারফর্মে র্যাঙ্কিংয়ে ত্বরত্বর করে উন্নতি হয়েছে ২৮ বছর বয়সী রিজওয়ানের।
সর্বশেষ হালনাগাদকৃত টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে ৫ ধাপ এগিয়েছেন তিনি। ১৫তম স্থান থেকে এখন ১০ম স্থানে উঠে এসেছেন এই ডানহাতি ব্যাটসম্যান। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে ৮২ ও ৯১ রানের ঝলমলে দুইটি ইনিংস খেলেছেন রিজওয়ান। পাকিস্তানিদের মধ্যে বর্তমানে তিনি দ্বিতীয় স্থানে আছেন। তার রেটিং পয়েন্ট ৬৪০।
পাকিস্তানিদের মধ্যে টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে সবার ওপরে আছেন বাবর আজম। তবে তার অবনতি হয়েছে। এই সিরিজের আগে দ্বিতীয় স্থানে থাকা বাবর এখন তৃতীয় স্থানে নেমে গিয়েছেন। তার রেটিং পয়েন্ট ৮২৮। বাবরের অবনতির ফলে দ্বিতীয় স্থানে উঠে গিয়েছেন অস্ট্রেলিয়ান অধিনায়ক অ্যারন ফিঞ্চ, তার পয়েন্ট ৮৩০।
টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ের সেরা দশের ব্যাটসম্যানরা যথাক্রমে ডেভিড মালান, অ্যারন ফিঞ্চ, বাবর আজম, ডেভন কনওয়ে, বিরাট কোহলি, র্যাসি ফন ডার ডুসেন, লোকেশ রাহুল, গ্লেন ম্যাক্সওয়েল, মার্টিন গাপটিল, মোহাম্মদ রিজওয়ান।
এছাড়া পাকিস্তানি পেসার হারিস রউফ ১৭ ধাপ এগিয়ে বর্তমানে এসেছেন ২১তম স্থানে। পাকিস্তানের পেসার মোহাম্মদ হাসনাইন ও লেগ স্পিনার উসমান যৌথভাবে ৬৫তম স্থানে উঠে এসেছেন। হাসনাইন এগিয়েছেন ৫২ ধাপ ও কাদির এগিয়েছেন ১২ ধাপ।