ইফতারের ছবি পোস্ট করে প্রশংসায় ভাসছে নুসরাত
সময়ের সাথে সাথে পাল্লা দিয়ে যে কয়জন অ’ভিনেত্রী সিনেমা প্রে’মীদের হৃদয়ের মণিকোঠায় জায়গা করে নিয়েছেন তাঁর মধ্যে নুসরাত অন্যতম।
এই পর্যন্ত ভিন্নধ’র্মী চরিত্রে অ’ভিনয় করে তিনি আলোচনায় এসেছেন বহুবার। ফের আলোচনায় এসেছেন এই বিউটি কুইন।নতুন খবর হচ্ছে, বুধবার ইনস্টাগ্রামের দেওয়ালে ইফতারের ছবি পোস্ট করলেন এই নায়িকা।
ইনস্টাগ্রাম স্টোরিতে ইফতারের সাজানো থালা হাতে ধরে মেক-আপহীন ছবি পোস্ট করেন নায়িকা। সাদা ওড়নায় মা’থা ঢাকা, সোফার উপর হাসি মুখে বসে আছেন তিনি।
জানা গেছে, প্রতিবছরই নিয়ম মেনে রোজা পালন করেন নুসরাত। এই নায়িকা সর্বধ’র্ম সমন্বয়ের আদর্শে বিশ্বা’সী। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সুরে সুর মিলিয়ে তিনি বারবার বলে থাকেন, ধ’র্ম যার যার, উৎসব সবার।