ঢাবির আবাসিক হল খুলছে না ১৭ মে

চলমান প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে শিক্ষার্থীদের ভ্যাকসিন নিশ্চিত করতে না পারায় ১৭ মে খুলছে না ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল।

বৃহস্পতিবার বিকালে ঢাবি উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রভোস্ট কমিটির এক জরুরি বৈঠক শেষে এ সিদ্ধান্ত জানানো হয়।

সূত্রমতে, শিক্ষা মন্ত্রণালয়ের পূর্বের সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১৭ মে থেকে ঢাবির আবাসিক হল খোলা হচ্ছে না। দুই ডোজ ভ্যাকসিন নিশ্চিত করেই শিক্ষার্থীদের হলে তুলতে চায় বিশ্ববিদ্যালয় প্রশাসন।

ভ্যাকসিন প্রক্রিয়ার আগে এবং সামগ্রিক প্যানডেমিক পরিস্থিতির উন্নতি না হলে আবসিল হলে শিক্ষার্থীদের ১৭ মে উঠানো সম্ভব নয় বলে জানান ঢাবি উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামান।

তিনি আরো বলেন, পরিস্থিতি স্বাভাবিক হলে আমরা হল খোলার তারিখ নির্ধারণ করতে পারব।

Related Articles

Back to top button
error: Alert: Content is protected !!