পরীমনি যা করছেন দুবাইতে
বাংলা সিনেমার জনপ্রিয় মুখ পরীমনি। ভিন্নধর্মী অভিনয় করে আলোচনায় এসেছেন বহুবার। ফের খবরের শিরোনাম হলেন এই বিউটি কুইন।নতুন খবর হচ্ছে, এবার বাজপাখি হাতে দেখা গেল পরীমনিকে।
বুধবার (২৮ এপ্রিল) সন্ধ্যায় তার ভেরিফায়েড ফেসবুকে পেজে তিনটি ছবি পোস্ট করেন এ লাস্যময়ী। সেখানে দেখা যায়, একটি বাজপাখি তার হাতের ওপর বসে আছে।
আর পাখিটির দিকে গভীর ভালোবাসার দৃষ্টিতে তাকিয়ে আছেন পরীমনি। বাজপাখিটির সঙ্গে তার ভালোই সখ্য লক্ষ্য করা গেছে ওই ছবিগুলোতে। যদিও পাখিটির পায়ে রশি বাঁধা ছিল।
অভিনেত্রীর ফেসবুক পেজের দেওয়া লোকেশন বলছে, পরীমনি অবস্থান করছেন সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে। সেখানে ভ্রমণের বেশ কয়েকটি ছবি শেয়ার করেছেন তিনি।