বিশেষ দিনের অপেক্ষায় জাহ্নবী

নিজের ইনস্টাগ্রামে একটি পোস্ট করেছেন বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর। সাদা পোশাকে ‘নো মেকআপ’ লুকে দেখা গেছে তাকে। পোস্টের ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‘১ মের জন্য অপেক্ষা করছি।’

তার এ পোস্টকে ঘিরে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে নেটিজেনদের মধ্যে। সৌরভ ঠাকুর নামে একজন লিখেছেন, ‘আমাকে বলো’। এ ছাড়া অনেকেই জানতে চেয়েছেন ১ মে কি জাহ্নবীর জন্য বিশেষ দিন? কেন বিশেষ দিনের জন্য অপেক্ষা করছেন তিনি? তার পোস্টের নিচে এমন অনেক কমেন্টস দেখা গেছে।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, ১ মে থেকে ১৮ বছর বয়সীদের ভ্যাকসিন প্রদান শুরু হবে ভারতে। সেই টিকার জন্যই অপেক্ষা করছেন জাহ্নবী। করোনার হাত থেকে বাঁচতে টিকাই ভরসা। দেশবাসীকে সে কথাই মনে করিয়ে দিলেন জাহ্নবী।
সম্প্রতি মালদ্বীপ থেকে ছুটি কাটিয়ে ফিরেছেন এ অভিনেত্রী। লকডাউনের সময়টা কাটাচ্ছেন মুম্বাইয়ের নিজ বাড়িতে। কোভিড আক্রান্ত না হলেও নিজেকে ঘরবন্দি করে নিয়েছেন জাহ্নবী। ভ্যাকসিনের জন্য নাম নিবন্ধনও করেছেন তিনি।

Related Articles

Back to top button
error: Alert: Content is protected !!