মীরার ক্যারিয়ারে কাজে লাগেনি সুপারস্টার বোন প্রিয়াঙ্কা

বিশ্বতারকা প্রিয়াঙ্কা চোপড়ার কাজিন বা তুতো বোন মীরা চোপড়া। কিন্তু চলচ্চিত্র-ক্যারিয়ারে খুব একটা সফল নন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে মীরা বলেছেন, বোন ‘গ্লোবাল আইকন’ হলেও তা তাঁর ক্যারিয়ারে কোনো কাজে লাগেনি।

জুমের বরাতে ভারতের বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম বলিউড বাবলের খবর, মীরা চোপড়া দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রে পরিচিত মুখ। ২০০৫ সালে তামিল সিনেমা দিয়ে এ অঙ্গনে অভিষেক।

বলিউডের সিনেমায়ও তাঁকে দেখা গেছে। তবে বলিউডে যেভাবে স্বজনপ্রীতি ও পারিবারিক সংযোগ শব্দবন্ধগুলো উচ্চারণ হয়, তা মীরার ক্যারিয়ারে কোনো কাজে আসেনি।

জুমকে দেওয়া সাক্ষাৎকারে মীরা চোপড়া বলেন, ‘আমি যখন বলিউডে এসেছি, কেবল তখনই গুঞ্জন উঠল যে প্রিয়াঙ্কার বোনও আসছে। তবে সত্যি বলছি, আমি বহু তুলনার মুখোমুখি হইনি।প্রিয়াঙ্কার কারণে আমি কোনো কাজ পাইনি। আমার যদি প্রযোজকের দরকার হয়, তবে আমি তার বোন হিসেবে তারা আমাকে কাস্ট করেনি।’

মীরা আরও বলেন, ‘সত্যিই, তার সঙ্গে সম্পর্কিত হওয়া আমার ক্যারিয়ারে সহায়তা করেনি; তবে এটি আমাকে সত্যিই এমনভাবে সহায়তা করেছে, যাতে লোকেরা আমাকে গুরুত্বের সঙ্গে নিয়েছিল।’যা হোক, মীরা চোপড়াকে সবশেষ ‘সেকশন ৩৭৫’ সিনেমায় দেখা গিয়েছিল। এ সিনেমায় আরও অভিনয় করেন অক্ষয় খান্না ও রিচা চাড্ডা।

Related Articles

Back to top button
error: Alert: Content is protected !!