ঈদে শপিং না করার সিদ্ধান্ত নেওয়া মাহি কিনলেন ৬০ লাখ টাকার গাড়ি
সময়ের সাথে সাথে পাল্লা দিয়ে যে কয়জন অভিনেত্রী সিনেমা প্রেমীদের হৃদয়ের মণিকোঠায় জায়গা করে নিয়েছেন তাঁর মধ্যে মাহি অন্যতম। এই পর্যন্ত ভিন্নধ’র্মী চরিত্রে অভিনয় করে তিনি আলোচনায় এসেছেন বহুবার।
ফের আলোচনায় এসেছেন এই বিউটি কুইন।নতুন খবর হচ্ছে, পরিবার ও নিজেকে করোনামুক্ত রাখতে এবার ঈদের জন্য শাপিং না করার সিদ্ধান্তের কথা জানিয়েছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি।
সম্প্রতি গণমাধ্যমে প্রকাশিত এক সাক্ষাৎকারে তার এ সিদ্ধান্তের কথা জানান ঢাকাই ছবির এ নায়িকা।খবরটি প্রকাশের পরের দিনই খবর এলো মাহিয়া মাহি ৬০ লাখ টাকায় নতুন গাড়ি ক্রয় করেছেন।
নায়িকা নিজেই গাড়ি কেনার কথা জানিয়েছেন। মাহির ক্রয়করা নতুন গাড়িটি সাদা রঙের টয়োটা হ্যারিয়ার।