তারাবির নামাজে সিজদারত অবস্থায় মা’রা গেল কি’শোর
নামাজ হল ইস’লাম ধ’র্মের প্রধান উপাসনাকর্ম। প্রতিদিন ৫ ওয়াক্ত নামাজ আদায় করা প্রত্যেক মু’সলিমের জন্য ফরজ। ঈ’মান বা বিশ্বা’সের পর নামাজই ইস’লামের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তম্ভ। একজন মু’সলমান হিসেবে আমাদের প্রত্যকেরই নামাজ আদায় করা উচিৎ। তাতে আসুক যত বাধা-বিপত্তি।
নতুন খবর হচ্ছে, ফেনীতে তারাবির নামাজ আদায়কালে সিজদারত অবস্থায় নবম শ্রেণিতে পড়ুয়া এক কি’শোরের মৃ’ত্যু হয়েছে। ফুলগাজী উপজে’লার সদর ইউনিয়নের দৌলতপুর গ্রামের এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
বুধবার (২৮ এপ্রিল) রাতে নামাজ পড়া অবস্থায় তার মৃ’ত্যু হয়।ফেনী জেনারেল হাসপাতা’লের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ইকবাল হোসেন ভূঞা জানান, গত কয়েকদিন ফেনীতে দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হচ্ছে। অনেকেই এ তাপমাত্রা সহ্য না করতে পেরে নানা সমস্যায় ভুগছেন। ওই কি’শোরের মৃ’ত্যু ‘হিট স্ট্রোক’ হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
বৃহস্পতিবার (২৯ এপ্রিল) ময়নাত’দন্ত শেষে কি’শোরের লা’শ পরিবারের হাতে হস্তান্তর করা হয়েছে।ফুলগাজী থা’নার ভা’রপ্রাপ্ত কর্মক’র্তা (ওসি) মোহাম্ম’দ কুতুব উদ্দীন জানান, ম’সজিদে নামাজরত অবস্থায় শাহীন নামের এক কি’শোরের মৃ’ত্যুর ঘটনায় থা’নায় একটি অ’পমৃ’ত্যু মা’মলা রেকর্ড করা হয়েছে।