‘ভ্যাকসিন চ্যাম্পিয়ন’ মেহজাবীন

‘টিকা আমাদের কাছে আনে’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২৪ এপ্রিল থেকে সপ্তাহব্যাপী পালিত হয়েছে বিশ্ব টিকাদান সপ্তাহ। প্রচারণার অংশ হিসেবে বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরীকে ‘ভ্যাকসিন চ্যাম্পিয়ন’ হিসেবে ঘোষণা করেছে ইউনিসেফ বাংলাদেশ।

সংস্থাটি তাদের ফেসবুক পেজে মতো মেহজাবীনের একটি ছবি শেয়ার করে লিখেছে, ‘বাংলাদেশের একজন শীর্ষ মডেল এবং আমাদের সবার প্রিয় অভিনেত্রী মেহজাবীন বিশ্বাস করেন, আমাদের একের স্বাস্থ্য অপরের স্বাস্থ্যের ওপর পুরোপুরি নির্ভরশীল। তাই ইউনিসেফের সাথে, সঠিক সময়ে টিকা নিয়ে কেবল নিজেরই নয়, আশেপাশের সকল মানুষকেও সুরক্ষিত রাখার অনুপ্রেরণা দেওয়ার জন্য আমরা আপনার প্রতি কৃতজ্ঞ।’

টিকা নিয়ে মেহজাবীন জানান, ‘টিকা আমাকে, আমার আপনজনদের এবং আমার দেশকে মারাত্মক রোগের হাত থেকে রক্ষা করেছে। যখন আপনার সময় আসবে, তখন করোনাভাইরাস থেকেও টিকা আপনাকে নিরাপদ রাখবে। তাই এই টিকাদান সপ্তাহে আপনার ও আপনার সন্তানের টিকা নিশ্চিত করুন এবং প্রতিটি মানুষের কাছে টিকা পৌঁছে দিতে আমার ও ইউনিসেফের সাথে আপনিও যোগ দেন।’

এর আগে ভ্যাকসিন চ্যাম্পিয়ন হিসেবে প্রতিষ্ঠানটি তাদের ফেসবুক পেজে শাকিব খান, দিলারা হানিফ পূর্ণিমা, আরিফিন শুভ, বিদ্যা সিনহা মিম, মেহ্‌জাবীন চৌধুরী, মুমতাহিনা টয়া, সাফা কবির, সাবিলা নূর, মাসুমা রহমান নাবিলা, সাবিলা নূর, শবনম ফারিয়াসহ বেশ কয়েকজন তারকাকে নিয়ে পোস্ট দিয়েছে।

Related Articles

Back to top button
error: Alert: Content is protected !!