ছেলে দুটো বদলে, মেয়ে দুটো নিয়ে নেবো: শাহনাজ খুশি
বাংলা নাটক পছন্দ করেন। কিন্তু শাহনাজ খুশিকে পছন্দ করেন না এমন দর্শক খুবই কম পাওয়া যাবে। এই পর্যন্ত ভিন্নধর্মী অভিনয় করে প্রশংসিত হয়েছেন বহুবার।
বিশেষ করে ‘গ্রামকেন্দ্রিক’ নাটকে তাঁর অভিনয় দেখে মানুষ তাঁকে জায়গা দিয়েছেন হৃদয়ের মনিকোঠায়।নতুন খবর হচ্ছে, দুটো মেয়ের সঙ্গে একটি ছবি পোস্ট করেছেন শাহনাজ খুশি।
ক্যাপশনে লিখেছেন- ‘ভাবছি, ছেলে দুটো বদলে, মেয়ে দুটো নিয়ে নেবো। কন্যাদের শিশির ভেজা মায়াবী, নরম মায়া থাকে, মায়াটুকু দুহাতে ধরবো।
এদিকে, একজন নেটাগরিক খুশির পোস্টে তার মেয়ের ছবি দিয়ে লিখেছেন- আমার এই দুষ্টু মেয়েটাকে বদলে নিয়ে আপনার একটা লক্ষী ছেলেকে দিয়ে দেন আপা। খুশি তার মন্তব্যে রিপ্লাই করে লাভ সাইন দিয়েছেন।