দিনের শুরুতেই সাফল্য টাইগারদের!
পাল্লেকেলে টেস্টের তৃতীয় দিনে শ্রীলঙ্কার করা ৪৯৩ রানের জবাব দিতে নেমে মাত্র ২৫১ রানে গুটিয়ে গেছে মুমিনুল হকের দল। যেখানে শেষ ৩৭ রানের মধ্যেই ৭ উইকেট হারিয়েছে বাংলাদেশ। অবশ্য দ্বিতীয় ইনিংসের শুরু থেকেই ধুঁকছে লঙ্কানরা।
১৭ রানে ২ উইকেট হারানো শ্রীলঙ্কা চতুর্থ দিনের শুরুতেই উইকেট হারিয়েছে। অভিজ্ঞ ব্যাটসম্যান অ্যাঞ্জেলো ম্যাথুস তাইজুল ইসলামের ফ্লাইটেড ডেলিভারি পা বাড়িয়ে খেলতে গিয়ে শর্ট লেগে সাবস্টিটিউট ফিল্ডার ইয়াসির আলী রাব্বির হাতে ক্যাচ দিয়েছেন।
শ্রীলঙ্কা প্রথম ইনিংস: (আগের দিন ৪৬৯/৬) ১৫৯.২ ওভারে ৪.৯৩/৭ (থিরিমান্নে ১৪০, ওশাদা ৮১, ম্যাথিউস ৫, ধনাঞ্জয়া ২, নিসানকা ৩০, ডিকওয়েলা ৭৭*, মেন্ডিস ৩৩; তাসকিন ৪/১২৭, শরিফুল ১/৯১)।
বাংলাদেশ প্রথম ইনিংস: ৮৩ ওভারে ২৫১/১০ (তামিম ৯২, সাইফ ২৫, শান্ত ০, মুমিনুল ৪৯, মুশফিক ৪০; জয়াবিক্রমা ৬/৯২, লাকমল ২/৩০, মেন্ডিস ২/৮৬),শ্রীলঙ্কা দ্বিতীয় ইনিংস: ১৫ ওভারে ৪৭/৩ (করুনারত্নে ৩০*)