দিন শেষে মেয়ের জন্মদিন পালনের মুহূর্ত শেয়ার করলেন তাহসান
তাহসান রহমান খান এবং রাফিয়াত রশিদ মিথিলার একমাত্র সন্তান আয়রার জন্মদিন ছিল ৩০ এপ্রিল গত শুক্রবার। এবার ৮ বছরে পা দিয়েছে আয়রা।
বিশেষ ওই দিনটিতে মিথিলা ও সৃজিত মুখার্জি শুভেচ্ছা জানালেও সোশাল মিডিয়ার তাহসানের কোনো পোস্ট চোখে পড়েনি সারাদিন। বিশেষ দিনে আয়রার সঙ্গে বিভিন্ন মুহূর্তের ছবির কোলাজ পোস্ট করে আয়রাকে ভালোবাসা জানিয়েছিলেন মিথিলা।
অন্যদিকে, কলকাতা থেকে ভিডিও কলে তাকে জন্মদিনের শুভেচ্ছা পাঠিয়েছিলেন সৃজিত মুখোপাধ্যায়। সারাদিন কোনো ছবি বা ভিডিও পোস্ট করেননি তাহসান।
তবে শুক্রবার রাতে ইনস্টাগ্রামে একটি পোস্ট করে তাহসান যেখানে দেখা যায়, মেয়ের সঙ্গে কেক কেটে জন্মদিন পালন করছেন তিনি। হ্যাপি বার্থডে গানও শোনা গিয়েছে তাহসানের গলায়। লকডাউন ও ঈদকে ঘিরে কিছু নাটক ও সিনেমার কাজের কারণে মেয়েকে নিয়ে বাংলাদেশে রয়েছেন মিথিলা।