বলিউড তারকারা কে কত টাকার মালিক? জেনে নিন
বলিউড তারকারা কে কত টাকার মালিক তা নিয়ে ভক্তদের মাঝে রয়েছে তুমুল কৌতূহল। এবারের অ্যালবাম ৯ বলিউড তারকার টাকার পরিমাণ নিয়ে সাজানো হয়েছে।
শাহরুখ খান : বলিউড বাদশাখ্যাত অভিনেতা শাহরুখ খানের সম্পত্তির পরিমাণ ৫০০ মিলিয়ন ডলার।অমিতাভ বচ্চন : ৭০-এর দশক থেকে বড় পর্দায় কাজ করছেন বলিউড শাহেনশাহখ্যাত অভিনেতা অমিতাভ বচ্চন।
অমিতাভ বচ্চনের একক সম্পত্তির পরিমাণ ২৮০০০ কোটি টাকা। তার পারিবারিক সম্পত্তির পরিমাণ ৪০০ মিলিয়ান ডলার।সালমান খান : সালমান খানের ব্যাংক ব্যালান্স ২০০ মিলিয়ান ডলার।
অক্ষয় কুমা’র : অক্ষয় কুমা’রের বর্তমান ব্যাংক ব্যালান্স ১০০ মিলিয়ান ডলার। ছবি পিছু ৪০-৪৫ কোটি টাকা এবং বিজ্ঞাপন পিছু ১৮ কোটি টাকা নিয়ে থাকেন।আমির খান : আমির খান বর্তমানে ১৮৫ মিলিয়ন ডলারের মালিক।
হৃতিক রোশন : হৃতিক রোশনের ব্যাংক ব্যালান্স ৭০ মিলিয়ন ডলার। ছবি পিছু তিনি নিয়ে থাকেন ৪০ কোটি টাকা এবং বিজ্ঞাপনের জন্য তিনি ধার্য করেন ৩ কোটি টাকা।
ঐশ্বরিয়া রাই বচ্চন : ঐশ্বরিয়া রাই বচ্চন বর্তমানে ৩৫ মিলিয়ন ডলারের মালিক। সাম্প্রতিককালে তার আয়ের বেশিরভাগই আসে বিজ্ঞাপন থেকে।
দীপিকা পাডুকোন : বর্তমানে দীপিকা পাডুকোনের ব্যাংক ব্যালান্স ২০ মিলিয়ন ডলার।প্রিয়াঙ্কা চোপড়া : বলিউডে নিজে’র পা শক্ত করার পরে, হলিউডে পা রেখে তিনি তার ব্যাংক ব্যালান্স ক’রেছেন ৮ মিলিয়ন ডলার।