নোরা ফাতেহির সঙ্গে নাচতে গিয়ে মঞ্চ থেকে পড়ে গেলেন সালমান
হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর বিগ বস-১৪ জিতে নিয়েছেন রুবিনা দিলাইক। গতকাল রোববার (২১ ফেব্রুয়ারি) ছিলো ‘বিগ বস’র অন্তিম পর্ব। এই সিজনের বিজয়ী হয়েছেন টেলি তারকা রুবিনা।ফার্স্ট রানার আপ হয়েছেন গায়ক রাহুল বৈদ্য। বিগ বসের ট্রফি জেতার পাশাপাশি ৩৫ লাখ টাকার পুরস্কারও পেয়েছেন রুবিনা।
বিগ বসের ঘরে প্রতিযোগীদের পথ চলা ৩ অক্টোবর শুরু হয়েছিলো। এই সিজন চলেছে সবচেয়ে বেশি দিন ধরে।ফাইনালে খেতাব জেতার লড়াইয়ে ছিলেন ৫ প্রতিযোগী। যার মধ্যে রাখি সাওয়ান্ত কয়েক সপ্তাহ আগে বিগ বসের ঘরে প্রবেশ করেছিলেন। অন্যদিকে, রানার আপ রাহুল একবার শো ছেড়ে বাইরে বেরিয়ে গেলেও আবার ফিরে আসেন।
সারাদিন ধরে অনুষ্ঠানের আয়োজকরা নানা রকম আয়োজনে দর্শককে আটকে রেখেছিলেন টিভির পর্দায়। সন্ধ্যা থেকে জমজমাট ছিলো ‘বিগ বস-১৪’র মঞ্চ ও প্রতিযোগীদের ঘর। এক এক করে তারকারা উপস্থিত হয়েছেন রিয়্যালিটি শোতে।
মাধুরী দীক্ষিত এসে প্রতিযোগীদের বিগ বস যাত্রা সম্পর্কে কথা বলেছেন। বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্রর উপস্থিতিতে জৌলুস বাড়ে ‘বিগ বস’র।
তারকা অতিথিদের একজন নোরা ফাতেহি। নোরা ফাতেহির নৃত্যগুণে মুগ্ধ দর্শকরা।সঞ্চালক সালমান খানও তার সঙ্গে পা মেলালেন। পা ভুললে ভুল হবে। শরীর মেলালেন। ব্লেজার খুলে নাচতে এগিয়ে এলেন। বিখ্যাত ‘গরমি’ গানে জুটির নাচ বেশ ভালোই চলছিলো।
নোরা ফাতেহির বৈগ্রহিক নৃত্যভঙ্গি নকল করতে গিয়েই বিপদ ডাকলেন খোদ ‘সাল্লু ভাই’। আচমকাই ছন্দপতন! শুয়ে শুয়ে সিড়ি দিয়ে নিচে নামতে গিয়েছিলেন সালমান। কিন্তু টাল সামলাতে পারেননি তিনি।শেষে নোরা ফাতেহি নাচ থামিয়ে তাকে বাঁচানোর চেষ্টা করেন। সেই চেষ্টার ভিডিও নেটমাধ্যমে পোস্ট হতেই নিমেষে ভাইরাল হয়ে যায়।