রাধে বিতর্কে মুখ খুললেন সালমান

‘রাধে’ ছবির প্রথম টিজার প্রকাশ হতেই ব্যাপক আলোচনায় আসেন সালমান খান। ট্রেলার মুক্তি পাওয়ার পর সেটি তো আকাশ ছুঁয়েছিল। কিন্তু অ্যাকশন, জমজমাট গান কিংবা সুপারহিট ডায়ালগের পাশাপাশি ব্যাপক চর্চা শুরু হয়েছিল দিশা এবং সালমানের সিনেমার রোমান্স নিয়ে।

সম্প্রতি নায়ক-নায়িকার চুম্বনরত দৃশ্য প্রকাশ্যে আসে। আর সেটিই যেন আলোচনায় ঘি ঢালে।দৃশ্যে আলো আঁধারির মধ্যে দিশার ঠোঁটে ঠোঁট রাখতে দেখা গিয়েছিল সালমানকে। যা দেখে অনেকেই নিশ্চিত ছিলেন যে, ওই দৃশ্যের শুটিংয়ের জন্য কোনও ‘ট্রিক’ ব্যবহার করা সম্ভব না।

প্রশ্ন উঠেছিল, তাহলে কি সালমান নিজের ‘নো কিস’ নীতি ভেঙেছেন? তবে নিশ্চিত হতে পারছিলেন না কেউ।তুমুল আলোচনার মুখে অবশেষে এ নিয়ে মুখ খুললেন সালমান। চুমুর বিষয়টি স্বীকার করে সালমান বলেন, ‘ইস পিকচার মে এক কিস জরুর হ্যায়।’

তবে তারপরই বলেন, ‘ঠোঁটের উপর ডাক্ট টেপ লাগিয়ে ট্রিকটা করা হয়েছিল।’২০০৯ সালে প্রভুদেবার ‘ওয়ান্টেড’ ছবির সিক্যুয়াল এই ছবিটি। যা আগের ছবির মতোই অ্যাকশন, গান, নাচে জমজমাট হতে চলেছে। গতবারের লড়াইটা ছিল দুর্নীতি এবং গুন্ডারাজের বিরুদ্ধে। এবার বলিউডের ভাইজানের যুদ্ধ মাদক কারবারিদের বিরুদ্ধে। আসন্ন ঈদে ছবিটি মুক্তি পাবে।

Related Articles

Back to top button
error: Alert: Content is protected !!