বিশেষ ব্যবস্থাতেই দেশে ফিরতে হবে সাকিব মোস্তাফিজকে: নিজামউদ্দীন চৌধুরী

শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ। এরই মধ্যে মিরপুরে পুরোদমে চলছে বাংলাদেশ দলের অনুশীলনী। যারা দেশে রয়েছে আপাদত তাদের নিয়েই শ্রীলঙ্কার বিপক্ষে প্রস্তুতি শুরু করেছে বিসিবি। ইদের পরে পুরোদল নিয়ে অনুশীলন আরম্ভ হবে আবারও।

২৩ সদস্যের দলে রয়েছেন সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান। তারা এখন ব্যস্ত আইপিএল নিয়ে। কয়েকদিনের মধ্যেই দেশে ফিরবেন জাতীয় দলের এই দুই ক্রিকেটার। কিন্তু কীভাবে? ভারতের সাথে বাংলাদেশের সব যোগাযোগ বন্ধ। তারপরও দেশে ফিরে ১৪ দিনের কোয়ারেন্টাইন পালন করতে হবে।

বিসিবির সিইও নিজামউদ্দিন চৌধুরী সুজন বলেছেন, প্রয়োজন বোধে বিশেষ ব্যবস্থার মাধ্যমে সাকিব ও মোস্তাফিজকে ফিরে আসতে হবে। সিভিল অ্যাভিয়েশন নতুন কিছু প্রটোকলের কথা বলেছে আমাদের।

এসব বিষয় নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের সাথে আমরা কথা বলেছি আশা করছি আমাদের দ্রুতই ফিড ব্যাক দিবেন তারা।এখন পর্যন্ত প্রথম ওয়ানডের সময় নির্ধারণ না হলেও দ্রুতই জানিয়ে দেয়া হবে বলে জানান তিনি।

Related Articles

Back to top button
error: Alert: Content is protected !!