বিল গেটস আর আমি একদিক দিয়ে সেইম লেভেলেঃ শবনম ফারিয়া

বিল ও মেলিন্ডা গেটস তাদের বিয়ের সাতাশ বছর পর এসে বিবাহ বিচ্ছেদের ঘোষণা দিয়েছেন। সম্পর্কটি নিয়ে অনেক চিন্তা ভাবনা ও কাজের পর তারা তাদের বিয়ের সমাপ্তি টানার সিদ্ধান্ত নিয়েছেন। বিচ্ছেদের ঘোষণা দিয়ে গত রাত থেকে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর শিরোনামে তারা।

এদিকে, তাদের বিচ্ছেদের ঘোষণার পর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে চলছে নানা আলোচনা। অনেকই বলছেন, শুধু টাকা দিয়ে সুখ পাওয়া যায় না। আবার কেউ বলছেন, বিংশ শতাব্দীর বুকে অন্যতম সুন্দর একটি জুটির বিবাহ বিচ্ছেদ যেন ঝড়ের মতো।

বিল ও মেলিন্ডা গেটসের বিবাহ বিচ্ছেদের ঘোষণার পর ফেসবুকে একটি পোস্ট করেছেন অভিনেত্রী শবনম ফারিয়াও। তিনি লিখেছেন, ‘বিল গেটস আর আমি অন্ততএকদিক দিয়ে সেইম লেভেলে আছি’ এইটা ভেবে আজকে ঘুমটা ভালো হবে! গুড মর্নিং এভরিওয়ান’। এর আগে ২৭ নভেম্বর বিবাহবিচ্ছেদ হয় ফারিয়া-অপু দম্পতির।

উল্লেখ্য, মেলিন্ডা ১৯৮০ সালে বিল গেটসের মাইক্রোসফটে যোগ দেওয়ার পর তাদের মধ্যে প্রথম পরিচয় হয়েছিল। বিলিওনেয়ার এই দম্পতির তিন সন্তান আছে এবং তারা যৌথভাবে বিল ও মেলিন্ডা গেটস ফাউন্ডেশন পরিচালনা করেন।

Related Articles

Back to top button
error: Alert: Content is protected !!