এবার হিরো আলমের জারি গানের পালা!
অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলেছেন হিরো আলম। আলোচনা-সমালোচনা তোয়াক্কা করছেন না তিনি। বাংলা, ইংরেজি, হিন্দি,চীনা ভাষায় গানের পর এবার জারি গানের পালা গান গাইলেন হিরো আলম।
আজ বুধবার (৫ মে) গানটি হিরো আলমের ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয়েছে।এরইমধ্যে গানটির ভিডিও দেখা হয়েছে ১৯ হাজারের বেশি বার।নিজের বানানো মিউজিক ভিডিওর মডেল হয়ে আলোচনায় এসেছিলেন হিরো আলম।
এরপর তিনি কাজ করেছেন চলচ্চিত্রেও। তবে তার চলচ্চিত্র খুব একটা সাড়া ফেলতে পারেননি। অংশ নিয়েছিলেন নির্বাচনেও। সম্প্রতি তিনি গায়ক হিসেবে আত্মপ্রকাশ করে একের পর এক গান গেয়ে যাচ্ছেন।
এ নিয়ে তীব্র সমালোচনা হলেও তিনি একের পর এক গান গেয়ে যাচ্ছেন। সঙ্গীতজগতে আত্মপ্রকাশ নিয়ে হিরো আলমের বক্তব্য, আমি তো মানুষের মন রাঙাতে চাই। ভাঙা মন জোড়া লাগাতে চাই। একটু বিনোদন দিতে চাই। আমি তো কারও পিছে লাগিনি। কে কী সমালোচনা করলো আমি কেয়ার করি না।