‘অমানুষ’ হয়ে ধরা দিলেন নিরব
অনন্য মামুন পরিচালিত ‘অমানুষ’ সিনেমার কাজ প্রায় শেষের দিকে। এখন পর্যন্ত নব্বই ভাগের কাজই শেষ হয়েছে। বাকি দশ ভাগের কাজ শেষ হলেই তা মুক্তি দেওয়া হবে বলে জানান নির্মাতা। পরিকল্পনা রয়েছে ঈদুল আযহায় সিনেমা হলে মুক্তি দেওয়ার।
ছবিটিতে প্রথমবারের মতো জুটি বেঁধে অভিনয় করেছেন চিত্রনায়ক নিরব ও রাফিয়াথ রশিদ মিথিলা। এ জুটির প্রথম সিনেমা নিয়ে এরইমধ্যে দর্শকমহলে আগ্রহ তুঙ্গে উঠেছে।সম্প্রতি প্রকাশিত হয়েছে সিনেমাটির ফার্স্ট লুক পোস্টার। যেখানে নতুন অবয়বে দেখা গেলো ছবির নায়ক-নায়িকাকে।
পোস্টারে আভাস মিলেছে রহস্য আর থ্রিলারের৷ বেশ রাফ মুডে নিরব আর মিথিলাকে দেখা গেছে পেছনে পিস্তল হাতে, মুখে এক রহস্যময় হাসি৷নির্মাতা জানান, ছবিটিতে নানারকম রহস্য থাকছে, আছে টানটান উত্তেজনা। দর্শক এখানে নতুন কিছুই দেখতে পাবে যা আগে দেখেনি।
নায়ক নিরব বলেন, ফার্স্ট লুকে কিছু রহস্য লুকানো আছে৷ এ রহস্যের জট খুলতে হলে আরও কিছুটা সময় অপেক্ষা করতে হবে।‘অমানুষ’ ছবিতে নিরব-মিথিলা ছাড়াও অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, নওশাবা, মিশা সওদাগর, শাহেদ আলী সুজন, আনন্দ খালেদ প্রমুখ।