বাবাকে নিয়ে যা বললেন আঁখি আলমগীর

টানা ১৭ দিনের চিকিৎসা শেষে সু;স্থ হয়ে বাসায় পৌঁছেছেন বরেণ্য অভিনেতা আলমগীর। বুধবার (০৫ মে) বিকেল সাড়ে ৫টার দিকে তিনি বাসায় পৌঁছান। তার মেয়ে আঁখি আলম;গীর সময়নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বাবাকে বিকেল সাড়ে ৫টার দিকে বাসায় আনা হয়েছে। তার শরীরে অন্য কোনো জটিলতা নেই। চার-পাঁচদিন পর তার শারীরিক পরীক্ষা করানো হবে।

গত ১৭ এপ্রিল করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নিয়েছিলেন আলমগীর ও রুনা লায়লা। ১৮ এপ্রিল করোনায় আক্রান্ত হন আলমগীর। পরে ওইদিন বিকে;লেই রাজধানীর গ্রিন লাইফ হাসপাতালে ভর্তি করা হয় তাকে।

আলমগীর
জানা গেছে, হাসপাতালে ডা. রাশেদুল হাসানের তত্ত্বাবধানে ছিলেন আলমগীর। এ ছাড়া আরও কয়েকজন চিকিৎসক সার্বক্ষণিক তার দেখাশোনা করেছেন।এক সাক্ষাৎকারে আলমগীর বলেন, ‘সবার আন্তরিকতা ছিল এক কথায় অসাধারণ।

হোমলি এন;ভায়রন;মেন্টে ছিলাম।’এদিকে চিকিৎসাধীন আলমগীরের মৃ;ত্যু;র খবর ছড়িয়ে পড়েছিল নেটদুনিয়ায়। এতে বেশ মর্মাহত হয়েছিলেন তিনি। এ খবরে ক্ষোভ প্রকাশ করেছেন রুনা লায়লা।

Related Articles

Back to top button
error: Alert: Content is protected !!