সিনিয়ার অফিসার নিজের মেয়েকে স্যালুট জানিয়ে ভাইরাল ইন্সপেক্টর বাবা

বাবা হলেন পুলিশের ইন্সপেক্টর আর মেয়ে পুলিশের ডেপুটি সুপারিন্টেনডেন্ট (ডিএসপি)। পদমর্যাদায় মেয়ের অবস্থান বাবার উপরে। কর্মরত অবস্থায় বাবা-মেয়ের দেখা। সঙ্গে সঙ্গে মেয়েকে স্যালুট দিয়ে বসলেন বাবা। আর সেই ছবিই সম্প্রতি ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

ঘটনা ভারতের অন্ধ্রপ্রদেশে। জানা গেছে, সেখানকার সার্কেল ইন্সপেক্টর হিসেবে কর্মরত আছেন শ্যাম সুন্দর। অনেক বছর ধরেই পুলিশে কর্মরত আছেন তিনি। এর মধ্যে মেয়ে জেসি প্রশান্তিও যোগ দিয়েছেন পুলিশের ডেপুটি সুপারিন্টেনডেন্ট (ডিএসপি) হিসেবে।

কর্মস্থলে মেয়ের সঙ্গে দেখা হতেই তাকে স্যালুট করলেন বাবা শ্যাম সুন্দর। দুইজনই পরে ছিলেন পুলিশের ইউনিফর্ম, মুখে ছিল হাসি।ব্যক্তিগত সম্পর্ক ভুলে দায়িত্বে পালনে আন্তরিক বাবা-মেয়ের এমন অসাধারণ সেই মুহূর্ত ক্যামেরাবন্দী করেন অন্য কর্মকর্তারা।রোববার (৩ জানুয়ারি) অন্ধ্রপ্রদেশ পুলিশের অফিশিয়াল টুইটার পেজ থেকে এ ছবি পোস্ট করা হয়।

প্রতিক্রিয়ায় শ্যাম সুন্দর সাংবাদিকদের বলেন, প্রথমবারের জন্য কর্তব্যরত অবস্থায় মেয়ের মুখোমুখি হলাম। একসঙ্গে কাজ করতে পারায় আমি গর্বিত। মেয়ে আমার থেকে সিনিয়র, তাই স্যালুট করেছি।

Related Articles

Back to top button
error: Alert: Content is protected !!