আরবি গানের রেশ কাটতে না কাটতেই এবার দৈত্যরূপে হিরো আলম !
রমজান উপলক্ষে গাওয়া আরবি গানের রেশ শেষ হতে না হতেই আবারও চমক নিয়ে হাজির হিরো আলম। এবার তিনি আবির্ভূত হচ্ছেন দৈত্য রূপে। হিরো আলম মানেই আলোচনা-সমালোচনা। এসবকে তোয়াক্কা না করেই তিনি এগিয়ে চলছেন নিজের মতো করে।
কোথায় থামতে হবে, কোথায় নামতে হবে এসব বিষয়কে মাথায়ই নেন না এই সোশ্যাল মিডিয়ার আলোচিত ব্যক্তি।বাংলা, ইংলিশ, হিন্দি এবং চীনার পর সর্বশেষ আরবি ভাষার একটি গান গেয়ে আবারও আলোচনায় এসেছেন আশরাফুল আলম ওরফে হিরো আলম। সেই রেশ কাটতে না কাটতেই এবার দৈত্যরূপে দর্শকদের সামনে হাজির হচ্ছেন তিনি। আসন্ন ঈদের রেখে একটি নাটকে হিরো আলমকে আলাদিনের দৈত্যের ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে।
বুধবার (৫ মে) দিনব্যাপী নাটকটির শুটিংও করেছেন তিনি। এ বিষয়ে হিরো আলম গণমাধ্যমকে বলেন, এবার আমি আসছি দৈত্য হয়ে। আসলে আমি তো মানুষ, কিন্তু দৈত্যরূপে আমাকে দেখা যাবে একটি নাটকে। ঈদ উপলক্ষে একটি রহস্যময় ও ভৌতিক নাটক বানানো হচ্ছে, সেখানেই আমাকে এই চেহারায় দেখা যাবে, এই শহরে নতুন দৈত্য হিরো আলমকে এবার সবাই দেখতে পাবে।
সম্প্রতি নাটকটি পরিচালনা করেছেন সাইফুল ইসলাম। কোন মাধ্যমে নাটকটি প্রচার হবে তা এখনো নির্দিষ্ট হয়নি। একের পর এক গান গাইছেন। আর আলোচনায়ও থাকছেন সেভাবেই। তবে হিন্দি গান গেয়ে বেশ তোপের মুখে পড়েন আশরাফুল আলম ওরফে হিরো আলম। ‘বাবু খাইছো’ নামের একটি গান গেয়ে গায়ক হিসেবে আত্মপ্রকাশ করেন হিরো আলম।
এরপর নানা ধরনের গান গেয়ে অবশেষে গাইলেন হিন্দি গান। এক শ্রেণির নেটিজেন অবশ্য হিরো আলমকে ছেড়ে দেননি। উল্লেখ্য, আশরাফুল আলম ওরফে হিরো আলম বগুড়ার একজন কেবল ব্যবসায়ী। স্থানীয়ভাবে মিউজিক ভিডিও করে আলোচিত হন। এরপর নানাভাবেই আলোচিত এই সোশ্যাল সেলেব। সংসদ নির্বাচনে অংশ নিয়ে দেশের বিভিন্ন টেলিভিশনের টক শোতে কথা বলার সুযোগ পান। এভাবেই নানা কারণে তিনি আলোচনায় রয়েই যাচ্ছেন।