কোভিড যুদ্ধে এবার রণাঙ্গনে বিরুস্কা

এ এক অন্য মাঠে নামলেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি। তার সঙ্গে হাতে হাত মিলিয়ে এগিয়ে এলেন তার স্ত্রী বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা।

অবশ্য আগেই বলেছিলেন। আর শুক্রবার (৭ মে) সরাসরি কোভিড আর্তদের জন্যে সাহায্যের কথা ঘোষণা করলেন তারকা দম্পতি।দুই কোটি রুপি দিলেন বিরুস্কা। পাশাপাশি সাধারণ মানুষের থেকেও সাহায্য চাইলেন। মোট ৭ কোটি রুপি সাহায্যের লক্ষ্য নিয়েছেন তারা।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার জানিয়েছে, টুইটারে বিরাট এবং আনুশকা দু’জনেই একই ভিডিও পোস্ট করেছেন। তবে বার্তা আলাদা। একটি বেসরকারি সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের কাছে সাহায্য চেয়েছেন তারা।

আনুশকার বার্তা, ‘কোভিড-১৯-এর বিরুদ্ধে আমাদের গোটা দেশ লড়াই করছে, স্বাস্থ্যকর্মীরা কঠিন পরিস্থিতির মুখোমুখি, মানুষের কষ্ট দেখে আমাদের মন ক্রমশ ভেঙে যাচ্ছে। তাই কোভিড-১৯-এর জন্য অর্থ সাহায্যে বিরাট এবং আমি একটা নতুন উদ্যোগ শুরু করছি’।

কোহলি বলেছেন, ‘আমরা ইতিহাসের অন্যতম চরম কঠিন মুহূর্তের মধ্যে দিয়ে যাচ্ছি। এই সময়ে আমাদের প্রত্যেককে এক থাকতে হবে এবং যত বেশি সম্ভব মানুষকে সাহায্য করতে হবে।’

Related Articles

Back to top button
error: Alert: Content is protected !!