তৃতীয় বিয়ের জন্য ছেলে খুঁজছেন অভিনেত্রী সুজানা!
এক স’ময়ের সাড়া জাগানো মডেল-অভিনেত্রী সুজানা জাফর। দীর্ঘদিন ধরেই অভিনয় থেকে দূরে আছেন। পর্দাশীন হওয়ায় অভিনয়ে ফেরার স’ম্ভাবনা আর নেই। তার বেশির ভাগ সময় কাা’টে বিদেশে। বাংলাদেশের পা’শাপাশি আরব আমিরাতেরও নাগরিক তিনি।
নিজের একটি ফ্যাশন হাউজের ব্যবসা আছে সু’জানার। দুবাই থেকেই তার সুজানা’স ক্লো’জেটের জন্য সামগ্রী নিয়ে আসেন দেশে। তবে নিজেও ডি’জাইন করেন অনেক পোশাক। জীবনের সবকিছু গুছিয়ে নিলেও এখনও একা রয়েছেন তিনি। বিয়ে প্রসঙ্গে সু’জানা বলেন, জ’ন্ম, মৃ*ত্যু ও বিয়ে আ’ল্লাহর হাতে। এ বছরেই বিয়ে করতে চাই, যদি পরিবার আর নি’জের মনের মতো কাউকে পাই। পাত্র খুঁ’জছি।’
প্রসঙ্গত, ২০১৪ সালের ১ আগস্ট স’ঙ্গীতশিল্পী হৃদয় খানকে বিয়ে করেছিলেন সুজানা। ৯ মাসের সংসার জীবনে ২০১৫ সালের ৬ এপ্রিল তাদের ডি’ভোর্স হয়ে যায়। এর আগে ২০০৬ সালে ঢাকার একটি বায়িং হাউসের ক’র্মকর্তা ফয়সাল আহমেদকে প্রথম বিয়ে ক’রেছিলেন সাবেক এই মডেল ও অভিনেত্রী।