সাকিব আল হাসানকে নিয়ে জানা গেল নতুন এক তথ্য!
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল স্থগিত হওয়ায় আগেভাগেই দেশে ফিরে আসতে হয়েছে সাকিব আল হাসানকে। দেশে ফেরার আগে ক্রিকইনফোকে দেয়া একটি র্যাপিড ফা’য়ার সাক্ষাৎকারে নিজের এবং সতীর্থদের নিয়ে অনেক মজার মজার তথ্য দিয়েছেন তিনি।
এরমধ্যে কথা বলেছেন তার পছন্দের খাবার পানিপুরি নিয়েও। এক বসায় নাকি অনেকগু’লো পানিপুরি খেতে পারেন সাকিব। এমনকি সংখ্যাটি যদি ১০০ হয়, সেটিও কঠিন নয় সাকিবের জন্য!
ক্রিকইনফোর র্যাপিড ফা’য়ার পর্বে দেয়া সাকিবের কিছু অংশ…
প্রশ্ন: এক বসায় কতটি পানিপুরি খেতে পারবেন? সাকিব: সামনে যতগু’লা থাকবে, এমনকি ১০০টি হলেও।প্রশ্ন : মোবাইলে কোন অ্যাপ সবচেয়ে বেশি ব্যবহার করেন? সাকিব: ইউটিউব।
প্রশ্ন : বাংলাদেশ টিমের হোয়াটসঅ্যাপ গ্রুপে সবচেয়ে বেশি ইমো কে দেয়? সাকিব : উমমম… আমি।
প্রশ্ন : আপনার পছন্দের ইমো কোনটি? সাকিব : স্মাইলি।
প্রশ্ন : ক্রিকে’টের বাইরে কোন খেলাটি আপনি টিকিট কে’টে দেখবেন? উত্তর : ফুটবল। জাতীয় দল হলে আর্জেন্টিনা আর ক্লাব হলে বার্সেলোনার যেকোনো ফাইনাল ম্যাচ।
প্রশ্ন : মাহমুদউল্লাহ, মুশফিক ও তামিম- একশো মিটার দৌড়ে কাকে হারাতে পারবেন? সাকিব : খুব কাছাকাছি প্রতিদ্বন্দ্বিতা হবে। তবে আমি মুশফিককে হারাতে পারবো।
প্রশ্ন : কোনো সুপার পাওয়ার দেয়া হলে আপনি কোনটা নেবেন? সাকিব : এই পৃথিবী থেকে করোনাভাইরাস দূর করার মতো যদি কোনো সুপার পাওয়ার থাকে, তবে আমি সেটা নেবো।