‘পাঠান’ দেখতে গিয়ে তোপের মুখে দীপিকা

মুক্তির পরই আলোচনার শীর্ষে শাহরুখ-দীপিকার ‘পাঠান’। বিশ্বজুড়ে রীতিমতো ঝড় তুলেছে ছবিটি। ইতোমধ্যেই বক্স অফিসে ৪০০ কোটির ঘর ছাড়িয়ে গেছে ছবিটি।সম্প্রতি মুম্বাইয়ের আইকনিক সিঙ্গেল স্ক্রিন গ্যালাক্সিতে ছবিটি দেখতে যান দীপিকা। আর এতেই ব্যাপক তোপের মুখে পড়েন এই অভিনেত্রী।

মুখ ঢেকে বান্দ্রার সিনেমা হলে হাজির হয়েছিলেন দীপিকা। এ সময় অভিনেত্রীর পরনে ছিল কালো রঙের ক্যাজুয়াল পোশাক, মাথায় কালো টুপি ও মাস্ক। হঠাৎ নায়িকার এমন সাজ থাকায় তাকে দেখা পাননি দর্শকরা। তবে তার আগমন ঘিরে ছিল কড়া নিরাপত্তা।

মুম্বাই পুলিশ থেকে শুরু করে ব্যক্তিগত নিরাপত্তা রক্ষীরও কমতি ছিল না সেখানে। গাড়ি থেকে নেমেই সরাসরি হলের ভেতরে যান তিনি। তবে কিছুক্ষণ পরেই বাইরে বেরিয়ে আসেন তিনি।

এভাবে হলে আসার কারণে অনেকেই বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা করেছেন। তারা বলেন, যদি মুখই না দেখাবেন, তাহলে এভাবে হলে আসার কি দরকার ছিল দীপিকার। আবার অনেকেই বলেন, হয়তো মুখ দেখাতে লজ্জা লাগছে, তাই এভাবে এসেছেন।

খবর : হিন্দুস্তান টাইমস

Related Articles

Back to top button
error: Alert: Content is protected !!