নতুন চরিত্রে চমক নিয়ে আসছেন কারিনা

বলিউডের জনপ্রিয় তারকা কারিনা কাপুর। বরাবরই নতুন নতুন রূপে হাজির হন এই অভিনেত্রী। আবারও চমক নিয়ে হাজির হচ্ছেন তিনি। এবার গোয়েন্দা চরিত্রে দেখা যাবে তাকে।নির্মাতা হনসল মেহেতার নতুন সিনেমা ‘বাকিংহাম মাডার্স’-এ গোয়েন্দা রুপে নিজেকে মেলে ধরবেন কারিনা।

এ প্রসঙ্গে অভিনেত্রী জানান, ‘মেয়ার অব ইস্টটাউন’ কারিনার ভীষণ প্রিয় একটা সিরিজ। আমার কাছে যখন হনসল চিত্রনাট্যটি নিয়ে এসেছিলেন, তখন শুধু একটা কথাই বলেছিলাম আমি, এমন চরিত্রের জন্যই বেঁচেছিলাম!

কারিনা আরও বলেন, জীবনে প্রথমবারের মতো পুলিশের গোয়েন্দা চরিত্রে অভিনয় করলাম। আর এই কাজটি করতে পেরে সত্যিই অনেক ধন্য আমি।জানা গেছে, হলিউডের জনপ্রিয় ওয়েব সিরিজ ‘মেয়ার অব ইস্টটাউন’-এ গোয়েন্দা চরিত্রে অভিনয় করেছিলেন কেট উনসলেট। সেই চরিত্রের ভিত্তিতেই তৈরি হয়েছে কারিনার এই চরিত্র। ইতোমধ্যে ছবির শুটিং শেষ করেছেন তিনি।

প্রসঙ্গত, এই ছবিটির আগে নির্মাতা সুজয় ঘোষের একটি থ্রিলার ছবির শুটিংও শেষ করেছেন কারিনা। আর সেই ছবির শুটিং হয়েছে দার্জিলিং, কালিম্পংয়ে।

Related Articles

Back to top button
error: Alert: Content is protected !!