শাকিবের পর আমার দর্শক বেশি: মুন্না

ঢাকাই সিনেমার শীর্ষ তারকা অভিনেতা শাকিব খান এলেন, ঘুরলেন এরপর নিশ্চুপ পাড়ি জমালেন আমেরিকায়। ইন্ডাস্ট্রির প্রতি দায় এড়িয়ে এই পাড়ি জমানোকে সমালোচকেরা ভালো চোখে দেখেনি।

সংকটে তারকা অভিনেতাকে না পেয়ে যারা সমালোচনা করেছেন তাদের ভাষায় যারা সংকট কাটাতে সিনেমা মুক্তির ঝুঁকি নিচ্ছেন তারাই সময়ের স্টার। এ তালিকায় চিত্রনায়ক মুন্নার নামটি অবলীলায় চলে আসে। ‘ভাগ্য’ সিনেমাটি দিয়ে সিনেমার ভাগ্য বদলে দিতে চাইছেন চিত্রনায়ক মুন্না। আগামী ৩ ফেব্রুয়ারি সিনেমাটি মুক্তির জন্য সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

এদিকে এ সিনেমার মধ্য দিয়ে ‘ভাগ্য’ খুলবে কিনা সাধারণ সম্পাদক পদ নিয়ে সৃষ্ট বিতর্কে আদালতের চূড়ান্ত রায়ের অপেক্ষায় থাকা নিপুণের সেটা সময়ই বলে দেবে। আপাতত সেটা বলা না গেলেও সমিতি নিয়ে ব্যস্ততার মধ্য দিয়ে কাটছে তার দিনকাল। হয়তো সে কারণেই মুন্নার ‘ভাগ্য’র প্রচারণায় জড়াননি এই অভিনেত্রী। তাকে হোয়াটসঅ্যাপে কল দিয়েও সাড়া পাওয়া যায়নি।

এ ব্যাপারে মুন্নার দাবি- কে আমার সিনেমায় আসলো না আসলো তা নিয়ে এ মুহূর্তে ভাবছি না। আমি বিশ^াস করি শাকিব খানের পর দর্শক আমাকে দেখতেই সিনেমা হলে আসে। আর এ কারণেই সংকটের মাঝে আমার দর্শকদের অপেক্ষায় রাখতে চাইনি, যে কারণে মুক্তির ঝুঁকি নিয়েছি। দর্শক আমাকে হলে দেখতে উন্মুখ।

এ আগে ‘ধূসর কায়াশা’ সিনেমায় মুন্না-নিপুণকে দেখা গিয়েছিলো। সেখানে তাদের রসায়ণে রোমাঞ্চের আভা পেয়েছিলো দর্শক।হালিমা কথাচিত্রের ব্যানারে ‘ভাগ্য’ ছবিতে আরও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মাসুম আজিজ, জেসমিন, সাংকু পাঞ্জা, গাংগুয়া, সাবিহা জামান, গুলশান আরা।

পরিচালনায় পাশাপাশি ‘ভাগ্য’ ছবির কাহিনী, সংলাপ এবং চিত্রনাট্য করেছেন মাহবুবুর রশিদ ও সহযোগী পরিচালক ছিলেন নিরঞ্জন বিশ্বাস। গানে কণ্ঠ দিয়েছেন বেলাল খান, স্মরণ, দিনাত জাহান মুন্নী, কাজী শুভ, সুস্মিতা সাহা। সংগীত পরিচালনা করেছেন ঝংকার খন্দকার।

Related Articles

Back to top button
error: Alert: Content is protected !!