কাজের পরিবর্তে বিছানায় যাওয়ার প্রস্তাব নয়নতারাকে

দক্ষিণি সিনেমার জনপ্রিয় অভিনেত্রীদের একজন নয়নতারা। কাজ করেছেন বহু ব্যবসা সফল সিনেমায়। সম্প্রতি ভারতীয় এক সাংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে কাস্টিং কাউচ নিয়ে বি.স্ফোরক দাবি করেছেন অভিনেত্রী।

নয়নতারা বলেন, ‘আমায় গুরুত্বপূর্ণ চরিত্র দেওয়ার পরিবর্তে বিছানায় যাওয়ার প্রস্তাব দেওয়া হয়। তবে আমি সাহস করে মুখের ওপর সেই প্রস্তাব ফিরিয়ে দিই। কারণ, আমি জানি, নিজের যোগ্যতায় আমি দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির প্রথমসারির অভিনেত্রী হয়ে উঠেছি।’

তবে নয়নতারাই প্রথম নন, এর আগে ২০২০ সালে দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির কাস্টিং কাউচ নিয়ে মুখ খুলেছিলেন ‘বাহুবলী’ খ্যাত আনুশকা শেঠি।মালায়ালাম ছবি ‘মানসিনাক্কারে’ দিয়ে চলচ্চিত্রে পা রাখেন নয়নতারা।

বর্তমানে শাহরুখ খানের সঙ্গে ‘জওয়ান’ সিনেমায় অভিনয় করছেন নয়নতারা। অ্যাটলি কুমার পরিচালিত এ সিনেমায় আরও আছেন বিজয় সেতুপতি, দীপিকা প্রিয়ামণি, সানিয়া মালহোত্রা ও সুনীল গ্রোভার।

Related Articles

Back to top button
error: Alert: Content is protected !!