মান্নার আম্মাজানের আদলে আসছে শান্ত’র ‘বুবুজান’

ভালোবাসা দিবস আসছে মাহিয়া মাহি ও শান্ত খান অভিনীত সিনেমা ‘বুবুজান’। শামীম আহমেদ রনি পরিচালিত সিনেমাটি নারী নি’র্যা তনের প্রেক্ষাপটের গল্প নিয়ে নির্মিত হয়েছে।

শাপলা মিডিয়া প্রযোজিত ‘বুবুজান’ সিনেমাটি আগামী ১৭ ফেব্রুয়ারি সারাদেশে মুক্তি পেতে যাচ্ছে। এতে মাহির ভাইয়ের চরিত্রে আছেন চিত্রনায়ক শান্ত খান, তার বিপরীতে অভিনয় করেছেন নিশাত নাওয়ার সালওয়া।

শান্ত খান বলেন, ‘বুবুজান’ সম্পন্ন গল্পনির্ভর ছবি। মান্না স্যারের আম্মাজান ছবির মতো উনি যেমন মায়ের জন্য মা বলতে পাগল তেমন আমি এই সিনেমায় বোন বলতে পাগল। কিন্তু আম্মাজান ছবির সঙ্গে গল্পের কোনো মিল নেই। ‘বুবুজান’ আলাদা গল্প। এখানে মাহি আপু আমার বড় বোনের ভূমিকায় অভিনয় করেছেন।’

তিনি আরও বলেন, ‘এই সিনেমায় আমার নায়িকা সালওয়া। বেশ যত্ন নিয়ে কাজটি করেছেন আমাদের পরিচালক রনি ভাই। পুরো টিম নিজেদের শতভাগ দিয়ে কাজটি করার চেষ্টা করছি। আমাকে প্রতিবাদী এক ভাইয়ের চরিত্রে দেখা যাবে। এমন একটি লুক অবশ্য সোশ্যাল মিডিয়ায় অনেক আগেই প্রকাশ পেয়েছে, যা সবাই ইতিবাচকভাবে নিয়েছে। আশা করছি, দারুণ একটি সিনেমা পেতে যাচ্ছে দর্শক।‘

এ প্রসঙ্গে পরিচালক শামীম আহমেদ রনি বলেন, ‘দর্শকের উদ্দেশে বলতে চাই, আমার ওপর আস্থা রেখে হলে আসুন এবং ‘বুবুজান’ দেখুন। আমি বিশ্বাস করি, সবাই একটা ফ্রেশ মুড নিয়ে বাসায় ফিরবেন। কারণ বুবুজান ছবিতে সুন্দর একটা ম্যাসেজ এবং ট্যুইস্ট আছে। যেটা সবার ভালো লাগবে।’

Related Articles

Back to top button
error: Alert: Content is protected !!