বউয়ের কাছে আদিল হেরে গেছে : রাখি

বলিউডের আলোচিত নাম রাখি সাওয়ান্ত। কিছুদিন পরপর বিতর্কিত কাজ কিংবা মন্তব্যে লাইমলাইটে আসাটা তার রুটিনে পরিণত হয়েছে। নিজেকে খবরের শিরোনামে রাখতে সিদ্ধহস্ত তিনি। কিছুদিন আগে গ্রেপ্তার হয়ে ফের আলোচনা আসেন বলিউডের এই মিরচি গার্ল।

মাসকয়েক আগে ‘বিগ বস’ খ্যাত টেলি তারকা আদিল দুরানির সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন অভিনেত্রী রাখি সায়ান্ত। কিন্তু বছর না ঘুরতেই দেখা দিয়েছে দাম্পত্যের টানাপড়েন।এই কান্নাকাটির তিন দিন যেতেই হাসতে হাসতে এ বিতর্কিত অভিনেত্রী জানালেন, স্বামী আদিল দুরানি তার কাছে ফিরে এসেছেন।

এ প্রসঙ্গে ভারতীয় সংবাদমাধ্যমকে রাখি বলেন, ‘আদিল আমার। ও চিরকাল আমারই থাকবে। আমাদের মধ্যে আর কোনো সমস্যা ও তিক্ততা নেই। আমাদের মধ্যে এখন সব ভালো হয়ে যাবে।’ সেইসঙ্গে তার সংসার বাঁচানোর জন্য সংবাদমাধ্যমকে ধন্যবাদ জানান তিনি। সবশেষে বলেন, ‘বউয়ের জোরের কাছে সব হার মেনে গেছে!’এর আগে স্বামীর পরকীয়ার খবর দেওয়ার সময় রাখি বলেছিলেন, ‘আমি কিছুই বুঝে উঠতে পারছি না, তাই এ বিষয়ে বিস্তারিত বলতে পারছি না এখনই। তবে শিগগিরই সবকিছু প্রকাশ করা হবে।’

রাখির মায়ের শেষ কাজের সময়ও পাশে পাশে ছিলেন আদিল।প্রসঙ্গত, প্রেম, বিয়ে ও বিচ্ছেদ ইস্যুতে প্রায়ই আলোচনায় আসেন রাখি। এ ছাড়াও বিতর্কিত কাজ কিংবা মন্তব্যে লাইমলাইটে আসাটা তার রুটিনে পরিণত হয়েছে।

এর আগে এক সাক্ষাৎকারে রাখি জানিয়েছিলেন, ‘রীতেশের সঙ্গে বিচ্ছেদের পর আমি ডিপ্রেশনে ভুগছিলাম। সে সময় আদিল আমার জীবনে আসে। প্রথম দেখা হওয়ার একমাসের মধ্যেই সে আমাকে প্রেমের প্রস্তাব দেয়। তবে আমি এই প্রস্তাবের জন্য প্রস্তুত ছিলাম না। আমার মনে হয় সৃষ্টিকর্তা ওকে (আদিল) আমার কাছে পাঠিয়েছে।’

Related Articles

Back to top button
error: Alert: Content is protected !!