নির্মাতা শহিদুল হক খানের বাঁচার আকুতি
জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে ক্যানসার আক্রান্ত নির্মাতা শহিদুল হক খান। চিকিৎসার খরচ জোগাতে নিজের সারাজীবনের সঞ্চয় ব্যয় করেছেন তিনি। বাঁচার আকুতিতে প্রধানমন্ত্রীর সাহায্য প্রার্থনা করেছেন এই নির্মাতা।
শহিদুল হক খান বলেন, ‘আমার চিকিৎসায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১০ লাখ টাকা সাহায্য দিয়েছিলেন। তার কাছে আকুল আবেদন, তিনি যদি আবারও আমার চিকিৎসার জন্য সাহায্য করতেন, তাহলে হয়তো বেঁচে যেতাম। আমি বাঁচতে চাই। আমি আবারও সিনেমা বানাতে চাই।’
তিনি আরও বলেন, ‘সব সময় কাজের পেছনে ছুটেছি। মানুষের ভালোবাসা পেয়েছি। কখনো দু’পয়সার সম্পত্তি করিনি। আমার এমন অবস্থা হবে, এটা কখনও কল্পনা করিনি। চিকিৎসা করাতে পারলে সুস্থ হয়ে ওঠার সম্ভবনা অনেক বেশি। কিন্তু চিকিৎসা করানোর সামর্থ্য আমার নেই।’
প্রসঙ্গত, ‘ছুটির ফাঁদে’, ‘কলমিলতা’, ‘সুখের সন্ধানে’ চলচ্চিত্র নির্মাণের পাশাপাশি বাংলাদেশে প্যাকেজ নাটকের অন্যতম রূপকার শহিদুল হক খান। ‘সাগরের সৈকতে কে যেন দূর হতে ডেকে ডেকে যায়…’ এমন কথায় গান লিখে ১৯৯০ সালে সেরা গীতিকার হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান তিনি। তার লেখা গানে কণ্ঠ দিয়েছেন কিংবদন্তি শিল্পী শাহনাজ রহমতুল্লাহ, মান্না দেসহ অনেকেই।
‘ছুটির ফাঁদে’, ‘কলমিলতা’, ‘সুখের সন্ধানে’ চলচ্চিত্র নির্মাণের পাশাপাশি বাংলাদেশে প্যাকেজ নাটকের অন্যতম রূপকার শহিদুল হক খান। ‘ছুটির ফাঁদে’ চলচ্চিত্রে তার লেখা ‘সাগরের সৈকতে কে যেন দূর হতে ডেকে ডেকে যায়’ গানের জন্য সেরা গীতিকার হিসেবে ১৯৯০ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান শহিদুল হক খান।