মাটি খুঁড়তেই কিলবিলিয়ে বেরিয়ে এলো শয়ে-শয়ে বিষাক্ত কোবরা! দেখে আতঙ্কিত গ্রামবাসী, ভাইরাল ভিডিও

সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ধরণের ভিডিও ভাইরাল হতে দেখা যায়। এর মধ্যে বিনোদনমূলক ও জ্ঞানমূলক ভিডিওর সংখ্যা অন্যান্য প্রকৃতির ভিডিওর তুলনায় অপেক্ষাকৃত বেশিই দেখা যায়। এইসবের মাঝে পশুপাখি ও জন্তু জানোয়ারদের ভিডিও ভাইরাল হতে দেখা যায়।

তবে, কিছু প্রাণী আছে, যাদের দেখে কিছু মানুষ আতঙ্কিত হন এবংকিছুজন রোমাঞ্চিত। সম্প্রতি এমনই এক প্রাণীর ভিডিও ভাইরাল হল, যা দেখে নেটিজেনরা হা হয়ে থেকে গেলেন । ভাইরাল ভিডিওটি মূল একাধিক সাপকে কেন্দ্র করে। সাপের নাম শুনলেই যেখানে বেশিরভাগ মানুষ আতঙ্কিত অনুভব করেন। সেখানে ভাইরাল ভিডিওটিতে এক ব্যক্তিকে দেখা গেল একগুচ্ছ সাপ ধরতে।

ভিডিওটি পোস্ট করা হয়েছে“মির্জা এমডিআরিফ’ (Mirza Md Arif) নামক ইউটিউব চ্যানেল থেকে। প্রায় ১৫ মিনিট দীর্ঘ এই ভিডিওটিতে বাড়ির অন্দরের এক কক্ষে মাটি খুঁড়তেই

দেখতে পাওয়া গেল সারি সারি সাপ। ভিডিওর ক্যাপশনে দাবি করা হয়েছে যে, উক্ত ঘর থেকে একগুচ্ছ প্রাণঘাতী সাপ ‘কোবরা’ পাওয়া গেছে। যদিও, সবটাই প্রাপ্তবয়স্ক কোবরা ছিল না,

একটি বাদ দিয়ে সমস্তটাই কোবরার বাচ্চা ছিল বলে দাবি করা হয়েছে। গ্রামবাসীরা আতঙ্কিত হয়ে থাকলেও খুব সতর্কতার সঙ্গে সাপ উদ্ধারকারী প্রশিক্ষণ প্রাপ্ত ব্যক্তি কোবরার বাচ্চাগুলোকে উদ্ধার করে এবং পুকুর এলাকায় গিয়ে ফেলে দিয়ে আসে।

ভিডিও ইতিমধ্যে ভাইরাল হয়ে গেছে। এখনও পর্যন্ত ৬ লক্ষ ২৯ হাজার জন এই ভিডিওটি দেখে ফেলেছেন এবং ৪.৬ হাজার জন্য ভিডিওটি পছন্দ করেছেন।

ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন<<

Related Articles

Back to top button
error: Alert: Content is protected !!