কবির সিংয়ের মতো প্রেমের গল্পে অভিনয় করতে চান শুভশ্রী

আগামী সপ্তাহে মুক্তি পাচ্ছে কলকাতার অভিনেত্রী শুভশ্রী অভিনীত প্রথম সিরিজ ‘ইন্দুবালা ভাতের হোটেল’। তিনি আবার ফিরতে চান বাণিজ্যিক ছবিতে। এবার তিনি রগরগে প্রেমের গল্প বা পাঠানের মতো সিনেমায় অভিনয় করতে চান।

এর আগে টালিউডের এই অভিনেত্রী ছিলেন পুরোমাত্রার বাণিজ্যিক ছবির নায়িকা। তবে রাজ চক্রবর্তীকে বিয়ের পর ছবি নির্বাচনের ক্ষেত্রে আনেন পরিবর্তন। এরপর তিনি ভিন্নধারার ছবিতে অভিনয় করে দর্শকদের মন মাতান। পরে ওয়েব সিরিজের দিকে নজর পড়ে তার। ৮ মার্চ মুক্তি পাবে তার অভিনীত প্রথম সিরিজ ‘ইন্দুবালা ভাতের হোটেল’।

তবে এই ছবির পরেই তিনি আবার ফিরতে চান বাণিজ্যিক ছবিতে। তবে তা হতে হবে রগরগে প্রেমের গল্পের। এই টালিউড অভিনেত্রী বলেন, আমি একটা প্রেমের ছবি করতে চাই। রগরগে প্রেমের গল্প। অনেকটা ‘কবীর সিংহ’-এর মতো প্রেমের গল্প।

অভিনেত্রী ‘পাঠানের’ মতো সিনেমায় কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন। শুভশ্রী বলেন, আগে অনেকেরই ধারণা ছিল তো শুভশ্রী অভিনয় পারে না, তাই সুযোগও দেয়নি। মানুষের ধারণা ভাঙার জন্য আমি কাজ করতে পারব না। মানুষকে একটু সাহস দেখাতে হবে, যে সাহসটা রাজ চক্রবর্তী দেখিয়েছিল, এই মেয়েটা অভিনয় পারে। ‘পাঠান’-এ দীপিকার (পাড়ুকোন) মতো চরিত্রের জন্য আমায় যদি কেউ বলে, নিশ্চয়ই করব। আমার চরিত্রের গভীরতা কতটা সেটা তো জানা প্রয়োজন।

Related Articles

Back to top button
error: Alert: Content is protected !!